ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুভাগত ও নুরুল হাসানের টি-টোয়েন্টি অভিষেক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
শুভাগত ও নুরুল হাসানের টি-টোয়েন্টি অভিষেক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্রিকেটের দ্রুততম ফরমেট টি-টোয়েন্টিতে অভিষেক হলো আরো দুই টাইগারের। এর মধ্যে শুভাগত হোম টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আগেই নাম লিখিয়েছেন।

আর টি-টোয়েন্টির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো নুরুল হাসানের।

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ালটন টি-টোয়েন্টি চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার (১৫ জানুয়ারি) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তাদের অভিষেক হয়।

২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ময়মনসিংহের ছেলে ডানহাতি অফব্রেক স্পিনার শুভাগত হোমের। যদিও এখন পর্যন্ত ৪টি ওডিআই খেলেছেন তিনি। আর টেস্টে ৭ ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। সেরা ৬৬ রানে দুই উইকেট।

অন্যদিকে প্রথম ম্যাচেই অভিষেক হলো খুলনার ছেলে নুরুল হাসান সোহানের। ২২ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে প্রথম ম্যাচেই ‍ অভিষিক্ত হলেন।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে একাদশের বাইরে রয়েছেন  ইমরুল কায়েস, আরাফাত সানি ও আবু হায়দার রনি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ১৫ জানুয়ারি ২০১৬
এসকে/এমআর/জেডএস


** ক্রিকেটের সুপার ফ্রাইডে!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।