খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মাশরাফি বাহিনী। এ জয়ে ওয়ালটন টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টাইগারদের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে ১৮.৪ ওভারে ১৬৬ রান তোলে বাংলাদেশ।
২০১৬ সালে টাইগারদের প্রথম জয় সুন্দরবনের কোল ঘেষা ‘টাইগার নগরী’ খ্যাত খুলনায় হওয়ায় উল্লাসে মাতোয়ারা এখানকার বাসিন্দারা।
শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার পর বাংলাদেশের এ বিজয়ে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। খুলনার রাজপথে উৎসবে মেতে ওঠেন সর্বস্তরের জনতা। টাইগারদের সমর্থনে ঘোল, তবলা ও জাতীয় পাতাকা নিয়ে বের হয় বিজয় মিছিল-মোটরসাইকেল শোভাযাত্রা। শুরু হয় আতশবাজি ও পটকা ফোটানো। রঙের খেলা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, খুলনার মাটিতে জয় দিয়ে বছর শুরু করলো টাইগাররা। আশাকরি এর ধারাবাহিকতা বজায় থাকবে।
উল্লাসে মাতোয়ারা অবস্থায় কলেজ ছাত্র শিমুল হোসেন বাংলানিউজকে বলেন, বাংলাদেশ খুব সুন্দর খেলে জিতেছে। ৯ বছর পর খুলনার মাটিতে টি-২০ খেলায় আবার বাংলাদেশ জিতলো তাইতো আমরা উল্লাসে মেতেছি।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
এমআরএম