ঢাকা: অর্থের খেলা হিসেবে পুরো দুনিয়া জুড়ে পরিচিত ইন্ডয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টে খেলতে আগ্রহ দেখায়নি এমন ক্রিকেটার খুঁজে পাওয়া কষ্ট।
ইংলিশদের তিন ফরম্যাটের ক্রিকেটে ভরসার নাম হওয়া মঈনের ওপর আর্ন্তজাতিক খেলায় প্রচুর চাপ রয়েছে এমন শঙ্কা প্রকাশ করেছে ইসিবি। তাই বোর্ডের এমন শঙ্কাকে ইতিবাচক দেখে নিজেকে ধুন্দুমার এ আসর থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
ধারণা করা হচ্ছে ইংলিশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রস এ ব্যাপারে মঈনের সঙ্গে কথা বলেছেন। আর তার আন্তর্জাতিক ক্রিকেটে চাপের বিষয়ে অালোচনা করেছেন। তবে সবশেষে প্রত্যাহারের সিদ্ধান্তই নেন মঈন আলী।
ইংল্যান্ড বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলছে। জোহার্নেসবার্গের এ টেস্টটি দলটির ২০১৬ সালে ১৭ টি ম্যাচের মধ্যে দ্বিতীয় টেস্ট। আর দারুণ ফর্মে থাকা মঈন হয়ত সবগুলো ম্যাচেই থাকবেন। সেই সঙ্গে টি-২০ বিশ্বকাপ দলেও তার অর্ন্তভূক্তি এখন সময়ের ব্যাপার।
এদিকে টিম ডিরেক্টর স্ট্রস এরআগে জানিয়েছিলেন, তার দলের ক্রিকেটারদের বিশ্বব্যাপি হাই-প্রোফাইল টি-২০তে খেলে অভিজ্ঞতা নিতে হবে। তবে মঈন জাতীয় দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য হওয়া তার প্রতি বাড়তি নজর রাখছেন সাবেক ইংলিশ এ অধিনায়ক। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তিনি মঈনের ওপরই ছেড়ে দিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৬
এমএমএস