ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রবি ফাস্ট বোলার হান্ট

সিলেটে ইয়েস কার্ড পেলেন ১৩জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
সিলেটে ইয়েস কার্ড পেলেন ১৩জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ‘রবি ফাস্ট বোলার হান্ট ২০১৫-১৬’ এর ইয়েস কার্ড পেলেন সিলেটের ১৩ প্রতিযোগী।

রোববার (১৭ জানুয়ারি) সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত ফাস্ট বোলার হান্টের প্রাথমিক বাছাই প্রতিযোগিতা শেষে তাদের হাতে ইয়েস কার্ড তুলে দেওয়া হয়।



বিকেল ৪টা পর্যন্ত চলা প্রতিযোগিতায় সিলেটে বলের গতির দিক থেকে প্রথম হন ইমরান আলী ইনাম। বোলিংয়ে তার গতি ছিল ১৩০ কিলোমিটার।

আর ১২৫ বা এর চেয়ে বেশি গতির জন্য এক মেয়েসহ ১২ প্রতিযোগীর হাতে ইয়েস কার্ড তুলে দেওয়া হয়।

তারা হলেন, রাজিবুল, সৈয়দ খালেদ আহমদ, মাহমুদুল রহমান, রাশেদ আহমেদ, আহাদুর রহমান অভি, ইরফান হোসাইন, সাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, পারভেজ আহমেদ, মিতু মল্লিক, সুলতান হোসাইন, সঞ্জয় দেব বর্মণ।
 
এর আগে সকাল ৯টায় ‘রবি ফাস্ট বোলার হান্ট’র উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক (অর্থ) ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

প্রতিযোগিতায় ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা সম্পন্ন ছেলে, ৫ ফুট উচ্চতা সম্পন্ন মেয়েরা অংশ নিয়েছেন। যাদের বয়স ১৬ থেকে ১৯ বছরের মধ্যে।

সিলেটে প্রতিযোগিতায় অংশ নিতে মোট ৩৯২ প্রতিযোগী অংশ নেয় বলে জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।