ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ দু’ম্যাচে পরিকল্পনা করে খেলবো: মাসাকাদজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
শেষ দু’ম্যাচে পরিকল্পনা করে খেলবো: মাসাকাদজা ছবি: মানজারুল ইসলাম/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে: শেষ ৩-৪ ওভারের খারাপ পারফরমেন্সের কারণে আমারা জিততে পারিনি। শুরু যেভাবে করেছিলাম শেষটা সেভাবে সম্ভব হয়নি।

তবে পরের দু’ম্যাচে আমরা প্ল্যান তৈরি করে খেলবো।

ম্যাচের পরে আয়োজিত প্রেস বিফিংয়ে এসে সফরকারী দলের ওপেনার হ্যামিলটন মাসাকাদজা এমনটাই জানালেন।

রোববার (১৭ জানুয়ারি) রাতে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও সফরকারী জিম্বাবুয়েকে ৪২ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।

মাসাকাদজা বলেন, দুর্বল বিষয়গুলো চিহ্নিত করা হবে। যেসব বিষয়ে আমরা মিস করেছি সেগুলো ডিসকাস করে নতুন পরিকল্পনা তৈরি করে পরবর্তী ম্যাচে মাঠে নামবো।

প্রথম টি-টোয়েন্টিতেও বাংলাদেশ ৪ উইকেটে জয় পায়। ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের বাকী দুটি ম্যাচ ২০ ও ২২ জানুয়ারি বিকেল ৩টায় একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।