ঢাকা: প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাবেক অস্ট্রেলিয়ান অফস্পিনার নাথান হারিজ। ১৫ বছর আগে ক্যারিয়ার শুরু করা হারিজ অজি দলের হয়ে ১৭ টেস্ট, ৫৮ ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।
অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেট বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগার্ডসের হয়ে চলতি মৌসুমে খেলেছিলেন হারিজ। তবে ইতোমধ্যে আসর থেকে বিদায় নেওয়া মেলবোর্নের হয়ে আট ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েছিলেন ৩৪ বছর বয়সী এ স্পিনার।
২০০২ সালে জোহার্নেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডের মাধ্যমে অজি দলে অভিষেক হয় হারিজের। দু’বছর পর মুম্বাইয়ে ভারতের বিপক্ষে খেলেন প্রথম টেস্ট। তবে ২০১০-১১ অ্যাশেজের আগে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন তিনি। আর ইনজুরির কারণে ২০১১ বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন ডানহাতি এ স্পিনার।
১৭ টেস্টে হারিজ ৩.১৪ ইকোনোমিতে ৬৩টি উইকেট নিয়েছিলেন। আর ৫৮ ওয়ানডেতে টেস্টের সমান ৬৩টি উইকেট দখল করেন তিনি।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৬
এমএমএস