ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালের পথে মাশরাফিদের বাধা পাকিস্তান

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
ফাইনালের পথে মাশরাফিদের বাধা পাকিস্তান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: এশিয়া কাপের ফাইনাল নিশ্চিতের ম্যাচে বুধবার (২ মার্চ) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। পাকিস্তানকে হারালেই ৬ মার্চের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

এর আগে আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে হারানোয় তিন ম্যাচে চার পয়েন্ট বাংলাদেশের। অন্যদিকে, ভারতের সঙ্গে পরাজয়ের পর আরব আমিরাতের বিপক্ষে জয় তুলে নেয় পাকিস্তান। তাদের পয়েন্ট দুই। পয়েন্ট টেবিলের সমীকরণ বলছে, পাকিস্তানের কাছে হারলেও ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না মাশরাফি বাহিনীর। সেক্ষেত্রে ৪ মার্চের ম্যাচের (শ্রীলঙ্কা-পাকিস্তান) দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

ওই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার হবে সমান চার পয়েন্ট।   রান রেটের বিচারে নিশ্চিত হবে ফাইনালিস্ট। প্রথম তিনটি ম্যাচের হারে ফাইনালে উঠার লড়াই থেকে ছিটকে গেছে আরব আমিরাত। আর প্রথম তিন ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত।

হেরে কঠিন সমীকরণের মুখোমুখি পড়তে চাইছে না বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়েই আরও একবার ভারতের মুখোমুখি হতে চাইছে স্বাগতিকরা।

ম্যাচের  আগে মঙ্গলবার (০১ মার্চ) বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সংবাদমাধ্যমকে বলেন, ‘ফাইনাল খেলার খুব ভালো সুযোগ রয়েছে আমাদের। শেষ দু’টি ম্যাচে আমরা যেভাবে খেলেছি, সেইভাবে ক্লিক করতে পারলে না জেতার কোনো কারণ নেই। আগের ম্যাচগুলোতে অনেক ভুলও করেছি আমরা। তবে সময় মতো সেসব ভুলকে শুধরে নিতে পেরেছি বলেই ফলাফল আমাদের পক্ষে এসেছে। পাকিস্তান ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। ’

পাকিস্তান দলের অন্তবর্তীকালীন বোলিং কোচ আজহার মাহমুদ এদিন সংবাদমাধ্যমকে বলেন, মিরপুরের উইকেটে ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন। তবে টুর্নান্টের শেষে এসে উইকেট কিছুটা ভালো আচরণ করছে। দলের ক্রিকেটাররা ভালো খেলতে আত্মবিশ্বাসী। আশা করি, তারা ভালো ক্রিকেট খেলবে। ’
 
গতকাল (মঙ্গলবার) বিকেলে লম্বা সময় নিয়ে মিরপুরের উইকেট পর্যবেক্ষণে নামেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। এ সময় কিউরেটর গামিনী ডি সিলভার সঙ্গে উইকেট নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করতে দেখা যায়।

বোঝাই যাচ্ছে, টস জেতা ও  কন্ডিশন বিবেচেনা করে সঠিক সিদ্ধান্ত নেয়াটা আজকের ম্যাচে কতটা গুরুত্বপূর্ণ। বলা বাহুল্য, এশিয়া কাপের চারটি ম্যাচে জয় পেয়েছে আগে ব্যাট করা দল। আর তিন ম্যাচে জয় পেয়েছে পরে ব্যাট করা দল।

ফাইনাল ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল অনুশীলন করেছে মিরপুরের ইনডোরে। ব্যাংকক থেকে ফিরে মুস্তাফিজুর রহমানের ইনজুরিতে স্কোয়াডে আসা তামিম ইকবালসহ দলের সব ক্রিকেটারই অনুশীলন করেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে।

একই সময়ে একাডেমি মাঠে অনুশীলন সেরেছে পাকিস্তান দল। কোচ ওয়াকার ইউনুসের অধীনে একাডেমির নেটে ব্যাট-বলের কঠোর অনুশীলন করেন মালিক, আফ্রিদি, আকমল, হাফিজরা।

মোহাম্মদ মিথুনের জায়গায় আজ বাংলাদেশ একাদশে ফিরছেন তামিম ইকবাল। ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে মুস্তাফিজুর রহমান ছিটকে যাওয়ায় একাদশে দেখা যেতে পারে আরেক বাঁহাতি পেসার আবু হায়দার রনিকে। জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে তার অভিষেক হয়েছিল।

অন্যদিকে, উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি পাকিস্তান দলের। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছেন তারা। তিন পেসারের (আমির, সামি, ইরফান) সঙ্গে স্পিন আক্রমণে থাকবেন শহিদ আফ্রিদি, শোয়েব মালিক ও মোহাম্মদ নওয়াজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ হাফিজ, শারজিল খান, খুররম মঞ্জুর, উমর আকমল, শোয়েব মালিক, শহিদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ আমির, মোহাম্মদ সামি, মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ নওয়াজ।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।