ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ শিরোপা ভারতের: সুধীর

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
এশিয়া কাপ শিরোপা ভারতের: সুধীর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: এশিয়া কাপের এই আসর ছাড়াও আরও দুটি আসর বসেছে মিরপুরের এই শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে যেখানে একটিতেও শিরোপা জেতেনি ভারত। তবে, গেল দুই আসরে শিরোপা না জিতলেও এবার দলটি মিরপুরে এশিয়া কাপ খরা কাটাবে বলে জানালেন ভারতের বহুল আলোচিত সমর্থক সুধীর।



বৃহস্পতিবার (৩ মার্চ) ভারত ও আরব আমিরাতের মধ্যকার ম্যাচে মিরপুরে নিজ দল ভারতকে সমর্থণ জানাতে এসে তিনি এমন ভবিষ্যদ্বানী করেন।

‘যতবারই এশিয়া কাপ মিরপুরে হয়েছে ততবারই ভারত হেরে গেছে। ২০১২ সালে পাকিস্তান জিতেছে তার পরের আসরে জিতেছে শ্রীলঙ্কা। তবে এবার ভারত জিতবে বলে আমি বিশ্বাস করি। ’

একে তো এশিয়া কাপের এবারের ফাইনাল টাইগারদের নিজেদের মাটিতে খেলা, তাছাড়া এশিয়া কাপের চলতি আসরে মাশরাফিরা উড়ন্ত ফর্মে আছে। তারপরেও কী আপনি মনে করেন ভারতই জিতবে? এমন প্রশ্নের জবাবে সুধীর বললেন, ‘আপনি জানেন যে গেল জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের ৩-০ তে সিরিজ হারিয়েছে ভারত। হ্যাঁ, একথা সত্য যে, স্বাগতিক হওয়ায় বাংলাদেশ এই ম্যাচে বাড়তি সুবিধা পাবে কিন্তু জিতবে ভারত।     আমাদের ভারত মহান। ’    

১৯৮৪ সালে এশিয়া শুরুর পর এবারের এই আসর ছাড়াও ঢকায় এ পর্যন্ত চারটি এশিয়া কাপের আসর বসেছে। এই চার আসরের মধ্যে ১৯৮৮ সালে এশিয়া কাপের তৃতীয় আসরটি বসেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেখানে শিরোপা জেতে ভারত।

এরপর ২০০০ সালে একই ভেন্যুতে এশিয়া কাপের সপ্তম আসরে শিরোপা জেতে পাকিস্তান। এরপর ২০০৬ সালে মিরপুরে ক্রিকেট ভেন্যু স্থানান্তরিত হবার পর বাংলাদেশ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরটি প্রথম আয়োজন (মিরপুরে) করে ২০১২ সালে। যা নিজেদের করে নেয় পাকিস্তান আর ২০১৪ সালের দ্বিতীয় আয়োজনে শিরোপা জেতে শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ৩ মার্চ, ২০১৬
এইচএল/আরএম

** বাংলাদেশের সবাই আমাকে ভালোবাসে: সুধীর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।