ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদিই থাকছেন পাকিস্তানের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
আফ্রিদিই থাকছেন পাকিস্তানের অধিনায়ক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম(ফাইল ফটো)

ঢাকা: স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে হেরে এশিয়া কাপের চলমান আসর থেকে বিদায় নিয়েছে শহীদ আফ্রিদির দল। পুরোপুরি ব্যর্থ দলটির নেতৃত্ব দেওয়া শহীদ আফ্রিদিকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের অধিনায়ক পদে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান।



ভারতের মাটিতে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে এশিয়া কাপে খেলতে আসে পাকিস্তান। আফ্রিদির দল নিজেদের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে হেরে বসে। নিজেদের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে জয় তুলে নিয়ে পরের ম্যাচে টাইগারদের মোকাবেলা করতে নামে।

তবে, স্বাগতিক বাংলাদেশের কাছেও মাথা নত করতে হয় তাদের। টাইগারদের বিপক্ষে ৫ উইকেটে হেরে আসর থেকেই বিদায় নিতে হয় পাকিস্তান। এরপরই শুরু হয় দেশটির ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক-বর্তমান ক্রিকেটারদের সমালোচনা। প্রশ্ন উঠে আফ্রিদির অধিনায়কত্ব নিয়েও।

তবে, সব কিছুকে পেছনে ফেলে পিসিবির প্রধান শাহরিয়ার জানালেন, আমি আফ্রিদিকে কথা দিচ্ছি সে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত দলের অধিনায়ক থাকবে। দলের খারাপ পারফর্মে হতাশ হওয়াটা কোনো ঘটনা নয়, কিন্তু দলের এমন বাজে খেলা দেখাটা সত্যিই খারাপ অভিজ্ঞতা। ক্রিকেটারদের পারফর্ম খুবই খারাপ। ক্রিকেটারদের আরও দায়িত্ববান হতে হবে।

নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে তোলে ১২৯ রান। টাইগাররা ৫ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায়। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বিদায় নিয়েছে মাশরাফি-মুশফিক-সৌম্য-সাকিবদের কাছে হারা পাকিস্তান, শ্রীলঙ্কা আর আরব আমিরাত।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ০৪ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।