ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কালোবাজারী আর নকল টিকিট থেকে সাবধান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
কালোবাজারী আর নকল টিকিট থেকে সাবধান ছবি: সংগৃহীত

ঢাকা: এশিয়া কাপের ফাইনাল ম্যাচের উন্মাদনায় ভাসছেন টাইগারপ্রেমীরা। তাদের সঙ্গে পাল্লা দিয়ে এই উন্মাদনায় সামিল হয়েছেন টিকিটের কালোবাজারীরা।

এক প্রকার ভন্ড-অসাধু টিকিটি কালোবাজারীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভারত-বাংলাদেশ শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট অবৈধ উপায়ে বাজারে ছেড়েছে। সেটিও আবার নকল টিকিট।

বাংলাদেশের ক্রিকেটের চাহিদার তুলনায় ২৫ হাজার টিকিটে কখনোই প্রত্যাশা পূরণ সম্ভব নয়। ফলাফল ফাইনালের টিকিট সে কারণেই চলে গেছে সাধারণ দর্শকদের নাগালের বাইরে।

বিভিন্ন উপায়ে তারা ধরনা দিচ্ছেন কালোবাজারীদের কাছ থেকে টিকিট সংগ্রহের জন্য। আর এ সুযোগটিই নিয়েছেন অবৈধ টিকিট ব্যবসায়ীরা। অরিজিনাল টিকিটের মতোই দেখতে ভারত-বাংলাদেশ ফাইনালের নকল টিকিট সাধারণ দর্শকের কাছে তারা বিক্রি করছেন। সেটিও চড়া মূল্যে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ছবিও অনেকেই আপলোড করছেন।

অবাক হলেও সত্যি এসব টিকিট কিনে স্টেডিয়ামের পাশে থাকা অনেকেই নিজেদের ভুল বুঝতে পারছেন। তারা অনেকেই জানান, ফাইনালের জন্য টিকেটের জন্য যে হাহাকার, এমনটা আগে কখনোও দেখা যায় নি। কয়েক গুন বেশি টাকা দিয়ে তারা নকল টিকিট কিনেছেন বলে জানান।

বিসিবি সূত্রে জানা যায়, ফাইনালের অরিজিনাল টিকিট একটু লালচে রংয়ের।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।