ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশই ফাইনালের যোগ্য দল: গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
বাংলাদেশই ফাইনালের যোগ্য দল: গাঙ্গুলি

ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের বন্ধু বলা হয় তাকে। তিনি ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

টাইগারদের ইতিহাসে প্রথম টেস্টেরও সাক্ষী এই কিংবদন্তি। বহুবার তিনি প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন। আর অবসরের পরও বাংলাদেশের ক্রিকেটকে ইতিবাচক হিসেবেই দেখেন গাঙ্গুলি।

গত দু’বছরে ক্রিকেটে বাংলাদেশের সাফল্যে অনেকেই বিস্মিত। কেউ আবার ঈর্ষান্বিতও। তবে টাইগারদের এমন অর্জনে একটুও অবাক নন গাঙ্গুলি। এমনকি চলমান এশিয়া কাপের ফাইনালে যে শক্তিশালী ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, সেটিকেও স্বাভাবিক ব্যাপার হিসেবে নিচ্ছেন সাবেক বাঁহাতি ওপেনার।

বাংলাদেশ ফাইনালের যোগ্য দল জানিয়ে গাঙ্গুলি জানান, ‘এই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ উঠেছে, তাতে আমি একটুও বিস্মিত হইনি। তারা এই আসরে শ্রীলঙ্কা ও পাকিস্তানের থেকে সেরা দল। আর তাদের এই কৃতিত্ব দিতেই হবে। ’

ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিয়ে গাঙ্গুলি আরও বলেন, ‘ধোনির অধীনে ভারতীয় দল খুবই শক্তিশালী। তারা বর্তমানে ফর্মের তুঙ্গে রয়েছে। আর বাংলাদেশকে জিততে হলে অবশ্যই ভারতীয় ব্যাটসম্যানদের আটকাতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।