ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিতে মুগ্ধ এশিয়ান সভাপতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
মাশরাফিতে মুগ্ধ এশিয়ান সভাপতি

ঢাকা: সাম্প্রতিক সময়ে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সবচেয়ে সফল দল হিসেবে বিশ্ব ক্রিকেটে জানান দিয়েছে বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপে তারই অধীনে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে টাইগাররা।

আর চলমান এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে হটিয়ে ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে।

মাশরাফির এমন নেতৃত্বগুনে মুগ্ধ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। তিনি জানান বাংলাদেশ বর্তমানে এমন একটি দল যাদের আইসিসি’র সহযোগি দেশগুলো অনুকরণ করতে পারে।

এসিসি’র সভাপতির পাশাপাশি শ্রীলঙ্কান ক্রিকেটের প্রধান সুমাথিপালা বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। এই দলটি ১৯৯৯ বিশ্বকাপেই চমক দেখিয়েছিলো। ’

মাশরাফির নেতৃত্বের প্রশংসা করে তিনি ‍আরও বলেন, ‘আমি বলতে চাই সে (মাশরাফি) সেরা একজন নেতা। সাকিব আল হাসান ও তামিম ইকবাল হয়তো দেশটির সেরা ক্রিকেটার। তবে আমি এই দলটির প্রতিটি পারফরমেন্স উপভোগ করি। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।