মিরপুর থেকে: আর কিছুক্ষণ পরই শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে ব্যাট-বলের ক্রিকেট যুদ্ধ। যুদ্ধ জয়ের মিশনে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
ক্রিকেট ম্যাচে মাঠের উইকেট খুব গুরুত্বপূর্ণ। উইকেট দেখেই টসজয়ী দলকে নিতে হয় আগে ব্যাট বা বল করার সিদ্ধান্ত। বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি গড়াবে চার নম্বর উইকেটে। এই উইকেটেই ৪ মার্চ মুখোমুখি হয়েছিল পাকিস্তান-শ্রীলঙ্কা।
অন্য ম্যাচগুলোর তুলনায় সে ম্যাচে বেশ ভালো রান উঠেছিল। আগে ব্যাট করা শ্রীলঙ্কা দল ৪ উইকেট হারিয়ে করেছিল ১৫০ রান। পাকিস্তান তা টপকে গিয়েছিল ৪ বল ও ৬ উইকেট হাতে রেখে। দু’দলের ইনিংসে উইকেট পড়েছিল মাত্র আটটি। সে হিসেবে এ ম্যাচেও ভালো স্কোরের আশা করাই যায়।
এশিয়া কাপের শুরুর ম্যাচগুলোতে উইকেটে প্রচুর ঘাস দেখা গেলেও শেষের ম্যাচগুলোতে রোলিং করে ঘাসের পরিমান কমিয়ে আনা হয়। ফাইনালের উইকেটে ঘাসের পরিমান আরও কমিয়ে আনায় শের-ই-বাংলায় চার-ছক্কার জমজমাট এক ফাইনাল দেখতেই পারেন আজ দর্শকরা।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৬
এসকে/এমআর