ঢাকা: ঝড়ো হাওয়া ও বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ায় গামিনি সিলভার নেতৃত্বে গ্রাউন্ডসম্যানরা মাঠ পরিচর্যায় নেমে পড়েছেন। পিচের কভার তুলে ফেলে উইকেটের পরিচর্যা করছেন শতাধিক গ্রাউন্ডসম্যান।
মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা অত্যাধুনিক হওয়ায় বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই মাঠ থেকে সরে গেছে পানি। এখন বৃষ্টিভেজা মাঠ শুকাতে রোলিং করছেন গ্রাউন্ডসম্যানরা। তাদের কাজ তদারকি করছেন ম্যাচ রেফারি। দায়িত্বরত একজন আম্পায়ার মাঠে গিয়ে গ্রাউন্ডসম্যানদের দিক-নির্দেশনা দিচ্ছেন।
গ্রাউন্ডসম্যানদের মাঠ পরিচর্যা শেষে রাত সাড়ে ৮টায় পরবর্তী আপডেট জানাবেন ম্যাচ অফিসিয়ালরা। তখনই জানা যাবে ম্যাচটি কত ওভারে গড়াচ্ছে। দু’দলের ইনিংস ১৫ ওভার করে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সন্ধ্যা সাতটার দিকে আবহাওয়া অফিস জানিয়েছিলো এক ঘণ্টার মধ্যে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। সেই হিসেবে প্রায় ৪০ মিনিটের মধ্যেই বৃষ্টি থেকে যায়। আর ঝড়ো হাওয়া বন্ধ হয় আরও আগে রাত ৭টার দিকে।
আবহাওয়া দফতরের সহকারী পরিচালক সাদিকুল আলম সংবাদ কর্মীদের জানান, রোববার আকাশে মেঘের যে কাঠামো ছিলো তাতে মিরপুর এলাকায় একটু বেশিই বৃষ্টি হয়। তিনি বলেন, নগরীর উত্তর দিকটাতে একটু বেশি আর দক্ষিণে কম বৃষ্টিপাত হয়েছে।
এই আবহাওয়াবিদ আরও জানান, রাজধানীর আগারগাঁও এলাকায় আবহাওয়া অফিস ১৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে। মিরপুর স্টেডিয়াম এলাকায় তা ২২ মিলিমিটার পর্যন্ত হতে পারে। তবে সেখানে বৃষ্টিপাত মাপার কোনও ব্যবস্থা নেই।
বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এমজেএফ/
** বৃষ্টি থেমেছে, ম্যাচ অফিসিয়ালস মাঠে
** ম্যাচ শুরুর শেষ সময় ১০টা ৪০ মিনিট
** ম্যাচ পণ্ড হলে বাংলাদেশ-ভারত যৌথ চ্যাম্পিয়ন
** বলে বলে আপডেট বাংলানিউজে