মিরপুর থেকে: বৃষ্টি থামার পর মিরপুরে বাংলাদেশ-ভারত ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা জেগেছে। দুটি সুপার সপার দিয়ে মাঠ শুকানোর কাজ চলছে।
ঝড়ো হাওয়া ও বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ায় গামিনি সিলভার নেতৃত্বে গ্রাউন্ডসম্যানরা মাঠ পরিচর্যায় নেমে পড়েছেন। পিচের কভার তুলে ফেলে উইকেটের পরিচর্যা করছেন শতাধিক গ্রাউন্ডসম্যান।
মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা অত্যাধুনিক হওয়ায় বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই মাঠ থেকে সরে গেছে পানি। এখন বৃষ্টিভেজা মাঠ শুকাতে রোলিং করছেন গ্রাউন্ডসম্যানরা। তাদের কাজ তদারকি করছেন ম্যাচ রেফারি। দায়িত্বরত একজন আম্পায়ার মাঠে গিয়ে গ্রাউন্ডসম্যানদের দিক-নির্দেশনা দিচ্ছেন।
এর আগে বৃষ্টিতে মাঠ এতটা ভিজে উঠে যে, বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবণা নিয়ে শঙ্কা জাগে। তবে, মাঠ শুকিয়ে আনা সম্ভব হলে শেষ ভাগে পাঁচ ওভার (কার্টেল ওভার) করেও ম্যাচটি মাঠে গড়ায়, এ অপেক্ষাতে আছেন মিরপুরের দর্শকরা।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৬
এসকে/এমআর