মিরপুর থেকে: ‘মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ’ এখন রাত তাই সূর্য় নেই বলে হেসে উঠেছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের আলো।
রোববার (৬মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রচণ্ড ঝড়সহ বৃষ্টি শুরু হলে ম্যাচ নিয়ে আশঙ্কা তৈরি হয়।
তবে সেই শঙ্কা এখন কাটিয়ে উঠেছে মিরপুর স্টেডেয়াম। পিচ ও আউট ফিল্ড থেকে কভার সরিয়ে নেওয়া হয়েছে। আউটফিল্ড পরিচর্যার কাজও সম্পন্ন প্রায়।
গ্রাউন্ডসম্যান ও আম্পায়াররা এরই মধ্যে মাঠ পরিদর্শনের কাজটিও সেরে ফেলেছেন। কিছুক্ষণের মধ্যেই জানা কত ওভারে গড়াচ্ছে ম্যাচটি।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এইচএল/এমজেএফ/
** মাঠ পরিচর্যা করছেন গ্রাউন্ডসম্যানরা
** বৃষ্টি থেমেছে, ম্যাচ অফিসিয়ালস মাঠে
** ম্যাচ শুরুর শেষ সময় ১০টা ৪০ মিনিট
** ম্যাচ পণ্ড হলে বাংলাদেশ-ভারত যৌথ চ্যাম্পিয়ন
** বলে বলে আপডেট বাংলানিউজে