ঢাকা: অধিকাংশ টাইগার সমর্থকরা এ স্কোয়াডটিই চেয়েছিলেন। নাসিরের অলরাউন্ড নৈপূণ্য রয়েছে।
আর ফাইনালে স্থান পাওয়া বাঁহাতি সিমার আবু হায়দার রনির বিষয়ে কোনো হিসেব কষতে পারেনি ভারতীয়রা। তাই সেও হতে পারে ‘তুরুপের তাস’।
ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টে প্রথমবার স্থান পাওয়া টাইগার নাসির ও রনির বিষয়ে অনেকেই বলছেন, অন্তত নাসিরের আরো আগেই দলে স্থান পাওয়া প্রয়োজন ছিল। তবে শিরোপী নির্ধারণী ম্যাচে স্থান পেয়ে প্রত্যাশা পূরণের পরপরই টাইগার ভক্তদের মন্তব্য ‘এমন স্কোয়াইড চেয়েছিলাম’।
দলে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। পাকিস্তানের বিপক্ষের উইনিং কম্বিনেশন ভেঙে তার সঙ্গে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি। প্রতিপক্ষের শক্তিমত্তা ও দুর্বলতার চুলচেড়া বিশ্লেষণ করে নিজেদের রণেকৌশল অনুযায়ী টিম সাজিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
জেডএস