ঢাকা: এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিততে বেঁধে দেওয়া টার্গেট ১৪তম ওভারেই ছুঁয়ে ফেললো ভারত। তারা ১২১ রানের টার্গেট অতিক্রম করে ফেললো ১৩ দশমিক ৫ ওভারে।
ভারতের শেখর ধাওয়ানের ৬০, বিরাট কোহলির ৪১* এবং মহেন্দ্র সিং ধোনির ২০* রানের বিপরীতে বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
এর আগে, মাহমুদুল্লাহ রিয়াদের (১৩ বলে ৩৩ রান) ঝড়ে ১২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৫ ওভারে এ সংগ্রহের পথে বাংলাদেশ হারায় পাঁচ উইকেট।
৫ রান খরচায় ধাওয়ানের উইকেট নিলেন তাসকিন
১২তম ওভারে আরও নিয়ন্ত্রণহীন বোলিং
নিজের দ্বিতীয় ওভারেও খরুচে সাকিব
দশম ওভারে আরও কিপটে নাসির
নবম ওভারে ৯ রান, বোলিংয়ে থাকছে না নিয়ন্ত্রণ
অষ্টম ওভারে রান কমালেন নাসির
সপ্তম ওভারে খরচ ৭ রান
নিজের প্রথম ওভারেই ১৫ রান দিলেন সাকিব
রনির প্রথম ওভারে ৩ চারে ১৪ রান
চতুর্থ ওভারে খরচ ৭ রান
নিজের দ্বিতীয় ওভারে আরও কম রান দিলেন তাসকিন
৩ রান খরচায় রোহিতকে ফেরালেন আল আমিন
প্রথম ওভারে ৫ রান দিলেন ‘গতিদানব’ তাসকিন
বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এমজেএফ/এইচএ/