ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষে ভারত, ফিঞ্চ, নারাইন আর ওয়াটসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
শীর্ষে ভারত, ফিঞ্চ, নারাইন আর ওয়াটসন ছবি: সংগৃহীত

ঢাকা: সদ্য শেষ হওয়া এশিয়া কাপ আর অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টির পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি টি-টোয়েন্টি ফরমেটের ৠাংকিং প্রকাশ করেছে। টি-টোয়েন্টির এই তালিকায় দল হিসেবে এক নম্বরেই রয়েছে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।



এছাড়া টি-টোয়েন্টির ব্যাটসম্যান হিসেবে এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ, বোলারদের তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন আর টি-টোয়েন্টির অলরাউন্ডার তালিকায় এক নম্বরে রয়েছেন অজিদের তারকা শেন ওয়াটসন।

টিম ইন্ডিয়া সর্বোচ্চ ১২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১১৮ পয়েন্ট নিয়ে দুই ও তিনে রয়েছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও দ. আফ্রিকা। দুই পয়েন্ট কম নিয়ে চার নম্বরে নিউজিল্যান্ড। ১১২ পয়েন্ট নিয়ে পাঁচে ইংল্যান্ড আর ১১১ পয়েন্ট নিয়ে ছয়ে অস্ট্রেলিয়া। এশিয়া কাপের আসরে বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া শহীদ আফ্রিদির পাকিস্তান ১১০ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে। আর এশিয়া কাপের আসরে টাইগারদের বিপক্ষে হারা বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ১০৯ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে অবস্থান করছে।

নয় নম্বরে রয়েছে ৭৭ পয়েন্ট অর্জন করা আফগানিস্তান। এশিয়া কাপের বাছাইপর্ব ডিঙাতে না পারা আফগানদের পরেই রয়েছে এশিয়া কাপের ফাইনালিস্ট বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার দল অর্জন করেছে ৭৪ পয়েন্ট।

এদিকে ব্যাটসম্যান ক্যাটাগরিতে এক নম্বরে থাকা ফিঞ্চের পরের জায়গাটি ধরে রেখেছেন ভারতের ইনফর্ম ব্যাটসম্যান বিরাট কোহলি। একধাপ এগিয়ে তিন নম্বরে প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। আর প্লেসিসকে জায়গা ছেড়ে দিয়ে চার নম্বরে রয়েছেন ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস।

পাঁচ থেকে দশ নম্বর পর্যন্ত তালিকায় রয়েছেন যথাক্রমে কিউই তারকা মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ইংলিশ ব্যাটসম্যান ইয়ন মরগান। এর মাঝে আটধাপ এগিয়েছেন অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আর ৫ ধাপ এগিয়ে ১১ নম্বরে চলে এসেছেন ভারতের ওপেনার রোহিত শর্মা।

বোলারদের তালিকায় এক থেকে দশ নম্বরে রয়েছেন যথাক্রমে সুনীল নারাইন, ভারতের অশ্বিন, পাকিস্তানের ইমরান তাহির, শহীদ আফ্রিদি, জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার, নিউজিল্যান্ডের ম্যাকক্লেনাঘেন, আফগানিস্তানের দৌলত জাদরান, দ. আফ্রিকার ডেভিড উইসি, বাংলাদেশের সাকিব আল হাসান এবং শ্রীলঙ্কার সেনানায়েকে।

অলরাউন্ডার তালিকায় এক থেকে দশে রয়েছেন যথাক্রমে অজিদের তারকা শেন ওয়াটসন, টাইগারদের সাকিব আল হাসান, পাকিস্তানের দলপতি আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, ক্যারিবীয় তারকা মারলন স্যামুয়েলস, ভারতের যুবরাজ সিং, অজিদের গ্লেন ম্যাক্সওয়েল, লঙ্কান তারকা অ্যাঞ্জেলো ম্যাথুজ, ক্যারিবীয়দের ডোয়াইন ব্রাভো আর দ. আফ্রিকার জেপি ডুমিনি।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ০৭ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।