ঢাকা: ভারতের মাটিতে শুরু হওয়া টি-টোয়েন্ট বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডের গ্রুপ ‘বি’র দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। স্কটল্যান্ডকে ১৪ রানে হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করলো আফগানরা।
নাগপুরের ভিদভ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আফগানরা ৫ উইকেট হারিয়ে তোলে ১৭০ রান। জবাবে, ৫ উইকেট হারানো স্কটিশদের ইনিংস থামে ১৫৬ রানে।
আফগানদের হয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ করেন ইনিংস সর্বোচ্চ ৬১ রান। ৩৯ বল মোকাবেলা করে এই ওপেনার ৫টি চারের সঙ্গে তিনটি ছক্কাও হাঁকান। আরেক ওপেনার নুর আলি জাদরান করেন ১২ বলে ১৭ রান।
তিন নম্বরে নামা দলপতি আসঘার স্তানিকজাই ৫০ বলে দুটি চার আর একটি ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন।
১৭১ রানের টার্গেটে দারুণ ব্যাট করতে থাকেন স্কটল্যান্ডের দুই ওপেনার জর্জ মুনসি ও কাইল কোয়েতজার। ৮.৫ ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে দুই ওপেনার তুলে নেন ৮৪ রান। কোয়েতজার ২৭ বলে ৪টি চার আর একটি ছক্কার সাহায্যে ৪০ রান করে বিদায় নেন। স্কোরবোর্ডে আর এক রান যোগ হতেই ফেরেন ২৯ বলে ৯টি চার হাঁকিয়ে ৪১ রান করা মুনসি।
এরপর ম্যাকলিয়ড ২ ও বেরিংটন ৮ রান করে বিদায় নিলে ম্যাট মাচান দলের রানের চাকা ঘোরাতে থাকেন। ১৯তম ওভারে মাচান ফিরে যান। ৩১ বলে একটি ওভার বাউন্ডারিতে ৩৬ রান করেন মাচান।
শেষ দিকে স্কটল্যান্ডের দলপতি প্রিস্টন মমসেন ১৭ রান করে অপরাজিত থাকলেও দলের জয় নিশ্চিত করতে পারেননি।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ০৮ মার্চ ২০১৬
এমআর