ঢাকা: ২০১২ সালে আন্তর্জাতিক টুর্নামেন্টের বড় কোন শিরোপা জিতেছিলো ওয়েন্ট ইন্ডিজ। সেবার দীর্ঘ ২৩ বছর পর ক্যারিবীয়ানদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি পাইয়ে দেন ড্যারেন স্যামি।
চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দল দেশকে এনে দেয় আরও একটি সাফল্যা। বাংলাদেশে অনুষ্ঠিত ছোটদের বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এ আসরের ট্রফি ঘরে তোলে ক্যারিবীয়ান তরুণরা। আর তরুণ এ ক্রিকেটারদের সাফল্যকে প্রেরণা হিসেবে নিয়ে দ্বিতীয়বারের মতো ট্রফি জিততে চান অলরাউন্ডারের ভূমিকা পালন করা স্যামি।
স্যামি বলেন, ‘এটা আমারদের জন্য অনেক বড় একটি অনুপ্রেরণা, যে ছোটরা বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ জয় করেছে। আমরা আমাদের দেশকে আরও একবার হাসাতে হাই। দেশের হয়ে সম্মান জয় করতে চাই। ’
গত কালই কলকাতায় পা রেখেছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। বৃহস্পতিবার ইডেনে তাদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ ভারতের বিরুদ্ধে। মূল টুর্নামেন্টের আগে রবিবার শেষ বারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গা ঘামাবে দলটি।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৬
এমএমএস