ঢাকা: মোহাম্মদ আমিরকে নিয়ে অত্যধিক মাতামাতিতে খানিকটা বিরক্ত রোহিত শর্মা! এশিয়া কাপের পাকিস্তানের বিপক্ষে অামিরের বলেই শূন্য রানে আউট হয়েছিলেন ভারতীয় ওপেনার। কিন্তু, ক্রিকেট ভক্তরা যেখানে বলছেন পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে পুরনো ছন্দেই রয়েছেন আমির, সেখানে পাকিস্তানের বাঁহাতি পেসারকে কিনা ‘সাধারণ’ বোলার হিসেবে আখ্যা দিলেন রোহিত!
শুধু তাই নয়, অামিরের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর তাকে ব্যাপক প্রচারণাকে অহেতুক বলেই মনে করছেন রোহিত।
এক সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘ইতোমধ্যেই তাকে (আমির) নিয়ে কথা বলাটা বন্ধ হয়েছে। সেই একমাত্র বোলার নয়। পাকিস্তান দলে আরো পাঁচজন বোলার আছে যারা টিমের জন্য ভালো পারফরম্যান্স করছে। তাকে ঘিরে অনেক বেশি প্রচারণা চালানো হচ্ছে। ’
ভারতীয় ওপেনার আরও বলেন, ‘একটা ম্যাচ (এশিয়া কাপ) শেষেই আমিরকে এতো সমর্থন দেওয়াটা সঠিক হচ্ছে বলে মনে করি না। সে ভালো কিন্তু তাকে আরো বহুবার নিজেকে প্রমাণ করতে হবে। এখন মানুষ তার সঙ্গে ওয়াসিম আকরামের তুলনা করে। সে কেবলই একজন সাধারণ বোলার। নির্দিষ্ট দিনে যদি ভালো বোলিং করে তবে সে ভালো। তার মানে এই নয় যে, সে ঘুরে দাঁড়ালে সবাইকে উড়িয়ে দেবে। ’
রোহিত ‘সমালোচনায়’ মাতলেও আমিরকে বিশ্বমানের বোলার হিসেবেই ভাবেন বিরাট কোহলি। এশিয়া কাপের ম্যাচ (২৭ ফেব্রুয়ারি) শেষে তিনি বলেছিলেন, ‘আমির যেভাবে বল করছে তার জন্য আমি তার প্রশংসা করছি। আসলে যখন সে বোলিং করে তখনই আমি তাকে অভিনন্দন জানাই। এটা খুব আনন্দের ছিল যে তার চমৎকার স্পেল খেলতে পেরেছি। সে একজন ওয়ার্ল্ড ক্লাস বোলার। ’
বুমরাহকে নিয়ে রোহিতের ভাষ্য, ‘বুমরাহ ইতোমধ্যেই তার সম্ভাবনার চিহ্ন রেখেছে। আমি বলছি আমিরকে নিয়ে কথা না বলে সবাই বুমরাহকে নিয়ে আলোচনা করুন। সে একজন বিরল প্রতিভা। বয়সেও খুব তরুণ এবং যেভাবে ক্যারিয়ার শুরু করেছে তাতে নিঃসন্দেহেই তার সামনে লম্বা পথ পরে আছে। আমি মনে করি, বুমরাহ দেশের জন্য বিশেষ কিছু বয়ে আনবে। ’
‘বুমরাহ ব্যতিক্রমী। আন্তর্জাতিক ক্রিকেটে এসেছে বিস্ময় নিয়ে। ইয়র্কার, বাউন্সার, স্লোয়ার আধুনিক দিনের বোলারদের জন্য যা দরকার তার সবকিছুই রয়েছে তার মধ্যে। তার অ্যাকশন অনেকটা মালিঙ্গার মতো যখন তিনি প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। এদের মতো বোলারদের প্রতিদিন খেলা সম্ভব নয়। বিশ্বে কেবল দু’জন বোলার (মালিঙ্গা ও বুমরাহ) আছে যাদের রয়েছে অনন্য বোলিং অ্যাকশন। ’-যোগ করেন রোহিত।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে চার ম্যাচে সাতটি উইকেট লাভ করেন আমির। ইকোনমি রেট ৫.০৬। আর পাঁচ ম্যাচে ছয় উইকেট নেন বুমরাহ। ইকোনমি ৫.২২।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
আরএম