ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধর্মশালা থেকে মহিবুর রহমান

দুটি মাইলফলকই স্পর্শ করলেন তামিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
দুটি মাইলফলকই স্পর্শ করলেন তামিম ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধর্মশালা থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনে (মূল পর্বে) যাওয়ার লড়াইয়ে ওমানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আর মাঠে নেমেই টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক হাজার রান পূর্ণ করলেন।

সঙ্গে বাছাইপর্বের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠলেন।

জায়ান্ট কিলার খ্যাত আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখানো ওমানের বিপক্ষে ১১ রান করতে পারলেই তামিম তার টি-২০ ক্যারিয়ারে এক হাজার রানের মাইলফলক ছুঁতে পারবেন এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন তামিম।

এছাড়া ১৩ রান করতে পারলে হয়ে যাবেন বাছাইপর্বের সর্বোচ্চ রান সংগ্রাহক-এমন কীর্তির সামনেও মুখোমুখি হন তামিম।

বাছাইপর্বে তিন ম্যাচ শেষে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সবার ওপরে ছিলেন আফগানিস্তানের ওপেনার মোহাম্মদ শাহজাদ। ডানহাতি এ ওপেনার ৪৭.৩৩ গড়ে ও ১৩৯.২১ স্ট্রাইক রেটে মোট ১৪২ রান করেন। এক ইনিংসে তার সর্বোচ্চ রান ৬১।

চলতি আসরে বাছাইপর্বে তামিমের নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৮৩ রানও এখন পর্যন্ত কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। তামিম পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭ রান করেছিলেন।

১১ রান করেই টি-২০’র ইতিহাসে ২৫তম ব্যাটসম্যান হিসেবে ১’হাজারি রানের ক্লাবে প্রবেশ করার গৌরব অর্জন করলেন তামিম। এছাড়া প্রথম কোনো বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবেও এটি তার কীর্তিতে যোগ হলো।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।