ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের পরাজয় কামনা অশ্বিনের!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
বাংলাদেশের পরাজয় কামনা অশ্বিনের! রবিচন্দ্রন অশ্বিন / ছবি: সংগৃহীত

ঢাকা: ‘বাংলাদেশ ও ওমানের ম্যাচটি দেখতে মুখিয়ে আছি। যদি বাংলাদেশ জেতে তবে পুরো দেশ খুশি হবে, কিন্তু যদি ওমান জেতে তবে খুশি হবে ক্রিকেট’।



রোববার (১৩ মার্চ) ধর্মশালায় বাংলাদেশ ও ওমানের মধ্যকার ম্যাচ শুরুর আগে পরোক্ষভাবে ‍টাইগারদের পরাজয় কামনা করে এ টুইট করেছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

‍এমন টুইটের পর অশ্বিনকে ঝাঁজালো জবাব দিচ্ছেন টাইগার ক্রিকেটপ্রেমীরা। সেজন্য তার পাল্টা জবাবও দিতে হচ্ছে অশ্বিনকে।

আজাদ নামে একজন অশ্বিনের টুইটে বলেন, ‘ওমানের জন্য তোমার প্রার্থনা বুঝি। তোমরা টাইগারদের মুখোমুখি হতে চাইছো না। ’

জবাবে অশ্বিন বলেন, ‘আমি ভেবেছিলাম তোমার এই মন্তব্য মুছে দেবো। পরে ভাবলাম এজন্য সময় ব্যয় করে লাভ নেই। ’

সাফফাত বকুল নামে একজন বলেন, ‘বাংলাদেশ যদি মূল পর্বে যায় তবে এটা ভালো টুর্নামেন্ট হবে। তাছাড়‍া, ওমান ইতোমধ্যেই ক্রিকেটের মানচিত্রে জায়গা করে নিয়েছে। ’

এর জবাবে অশ্বিন বলেন, ‘বাংলাদেশকে হারানো কঠিন। তবে ওমান মূল পর্বে গেলে খেলাটা আরও ভালো হবে। ’

‘মেসি ৫ ব্যালন ডি‘অর’ নামে একটি আইডি থেকে টুইট করা হয়, ‘তুমি কি বাংলাদেশকে ভয় পাচ্ছে অশ্বিন?’

রাত পৌনে ১১টা পর্যন্ত এর কোনো জবাব দেননি ভারতীয় স্পিনার।

অবশ্য ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করে তামিম ইকবাল সেঞ্চুরি করলেন তাকে ‘সাধুবাদ’ জানিয়ে আরেকটি টুইট করেন অশ্বিন।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।