ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিয়ারলেস ক্রিকেট খেলে যেতে চান মাশরাফি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
ফিয়ারলেস ক্রিকেট খেলে যেতে চান মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: ওমানকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ দশে স্থান করে নিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এ জয়ের পেছনে ‘ফিয়ারলেস ক্রিকেট’র কথা উল্লেখ করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।



আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থাকে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন মাশরাফি।

‘আপনি যদি পারফর্ম করতে চান তাহলে ‘ফিয়ারলেস ক্রিকেট’ খেলতে হবে’, উল্লেখ করে মাশরাফি বলেন, আসন্ন ম্যাচগুলো নিয়ে এখন আমরা ভাবছি। মূল পর্বে কোনো ভুল করতে চাইনা। আমরা ‘ফিয়ারলেস ক্রিকেট’ খেলেছি। এ বিষয়ে কোচ হাথুরেসিংহে আমাদের আত্মবিশ্বাস যুগিয়েছেন।

টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে শতক করায় তামিমকে ধন্যবাদ জানিয়ে মাশরাফি বলেন, টানা তিন ম্যাচে সে রান করেছে। আশা করি তামিমের ধারাবাহিকতায় অন্যরাও যোগ দেবে।

শুধু মাশরাফি নয়, টাইগার ড্যাশিং এ ব্যাটসম্যানের প্রশংসা করতে ভোলেননি ওমানের অধিনায়ক সুলতান আহমেদ। তিনি বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। কিন্তু পার্থক্যটা গড়ে দিয়েছেন তামিম।

রোববার (১৩ মার্চ) ধর্মশালায় মূল পর্ব নির্ধারণী ম্যাচে ওমানের সঙ্গে ৬০ বল খেলে সেঞ্চুরি (১০১) করেন তামিম ইকবাল। এর মাধ্যমে ক্রিকেটের সব ফরম্যাটে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন টাইগারদের সেরা এ ওপেনার।

এ ঝড়ো ইনিংস খেলার পথে ১০টি চার ও ৫টি ছক্কা হাঁকান তামিম ইকবাল। শেষ পর্যন্ত ৬৩ বলে ১০৩ রানে অপরাজিত থেকে ক্রিজ ছাড়েন তিনি। এর আগে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে ৮৩ ও ৪৭ রান নিয়ে এখন পর্যন্ত ২৩৩ রান সংগ্রহ করেছেন তামিম।

১৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে মূল পর্ব শুরু করবে বাংলাদেশ। পরবর্তীতে ২১ মার্চ অস্ট্রেলিয়া, ২৩ মার্চ ভারত ও ২৬ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।