ঢাকা: ক্যারিয়ারে এই প্রথম জাতীয় দলের হয়ে বড় কোনো আসরে দেশের বাইরে খেলতে গিয়েছেন বিশ্ব ক্রিকেটের চমক টাইগারদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে জাতীয় দলের হয়ে খেলতে গেলেও বাছাইপর্বের কোনো ম্যাচেই মাশরাফি বিন মর্তুজা দলের সেরা অস্ত্র মুস্তাফিজকে দলে পায়নি।
তবে, মূলপর্বে উঠা টাইগারদের প্রথম ম্যাচেই দেখা যেতে পারে মুস্তাফিজকে। বাংলাদেশ ১৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। আর সে ম্যাচেই বল হাতে দেখা যেতে পারে কাটার স্পেশালিস্টকে।
বাংলাদেশ ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটি জানিয়েছেন। তিনি জানান, মুস্তাফিজের শারীরিক অবস্থার বেশ ভালোই উন্নতি হয়েছে। সে দ্রুতই সেরে উঠছে। এ রকম চলতে থাকলে ইনশাআল্লাহ মূলপর্বের প্রথম ম্যাচেই তাকে দলে পাওয়া যাবে।
বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চের সুপার টেনে খেলতে হবে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে।
বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ রানে হারিয়ে শুরু করে মুস্তাফিজ বিহীন বাংলাদেশ। তামিম-সৌম্য-মুশফিক-সাকিব-মাশরাফি-রিয়াদরা এরপর মাঠে নামে আয়ারল্যান্ডের বিপক্ষে। তবে, দুর্দান্ত শুরু করেও সে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আর নিজেদের সবশেষ ম্যাচে ওমানকে উড়িয়ে দিয়ে সুপার টেনে উঠে এশিয়া কাপের ফাইনালিস্টরা।
এর আগে জানানো হয়েছিল, পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যদিয়ে মুস্তাফিজ শতভাগ ফিট হলেই মাঠে নামবে।
চোটের কারণে ফাইনালের এক ম্যাচ আগেই শেষ হয়ে যায় মুস্তাফিজের এশিয়া কাপ। টাইগার এ পেসার এশিয়া কাপে নিজের শেষ ম্যাচ খেলেন ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। সে ম্যাচটিতে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন তিনি। আর সে ম্যাচেই পেশিতে টান অনুভব করেন মুস্তাফিজ। ব্যথা আরও বাড়ায় পরদিন তার পরীক্ষা করানো হয়। এমআরআই স্ক্যান রিপোর্টে ধরা পড়ে ডান দিকের চোট। দুইদিন বিশ্রামের পর মুস্তাফিজকে পুনর্বাসন প্রক্রিয়া শুরুর নির্দেশনা দেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ১৪ মার্চ ২০১৬
এমআর