ঢাকা: ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই সবার দৃষ্টি কেড়ে নেওয়া বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান একের পর এক চমক দেখিয়েছেন। তার স্বীকৃতিও পেয়েছেন বারবার।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বল হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দেন বোলিং বিস্ময় মুস্তাফিজ। বিশ্ব কাঁপানো এই কাটার স্পেশালিস্ট দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বমানের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে জাতীয় দলের হয়ে ভারতে অবস্থান করা বাঁহাতি পেসার মুস্তাফিজের হাতে গত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট দলের ঐচ্ছিক অনুশীলন শেষে ‘ক্রিকইনফো’র প্রতিনিধিরা এই পুরস্কার তুলে দেন। তবে, কিছু বাধ্যবাধকতার কারণে গণমাধ্যমের সামনে পুরস্কারটি প্রকাশ করা হয়নি।
এর আগে বাংলাদেশের ক্রিকেটে অভিষেক ঘটিয়ে বিশ্বকে নাড়া দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, সোহাগ গাজী, আবুল হাসানরা। তবে, বাংলাদেশের হয়ে এই প্রথম ক্রিকেটার হিসেবে এমন সম্মানে ভূষিত হলেন মুস্তাফিজ।
ওয়েবসাইটটির ব্যবহারকারী ও মনোনীত বিচারকদের ভোটাভুটিতেই আন্তর্জাতিক ক্রিকেটে সেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হন এই কাটার বিশেষজ্ঞ। বিচারকদের মধ্যে ছিলেন ইয়ান চ্যাপেল, জেফ ডুজন, জন রাইট, কোর্টনি ওয়ালস, মাহেলা জয়াবর্ধনে, মার্ক বুচার, মার্ক নিকোলাসসহ ইএসপিএন ক্রিকইনফোর প্রধান সম্পাদক ও সাংবাদিকরা।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ১৪ মার্চ ২০১৬
এমআর