ঢাকা: পাকিস্তানি বংশোদ্ভূত হংকং জাতীয় দলের ক্রিকেটার ইরফান আহমেদকে স্পট ফিক্সিংয়ের অভিযোগে আড়াই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি। বুধবার (২০ এপ্রিল) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপনের অভিযোগে শাস্তির আওতায় পড়লেন ইরফান। ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি হংকংয়ের এই অলরাউন্ডার। বিশ্বমঞ্চের আগেই তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয় আইসিসি।
বুধবার আইসিসি জানায়, আগামীয় ২০১৮ সালের ০৪ মে পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না ইরফান।
ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা আইসিসির দুর্নীতি দমন কমিশনকে জানাননি ইরফান। ২০১২’র জানুয়ারি থেকে ২০১৪’র জানুয়ারি পর্যন্ত এমন ঘটনা একাধিকবার ঘটলেও তিনি বিষয়টি গোপন রাখেন। ফলে, আইসিসির কড়া নজরদারিতে ছিলেন তিনি। সাময়িক নিষেধাজ্ঞা পাওয়ার পর ২০১৫-১৬ মৌসুমে হংকং জাতীয় দলের চুক্তিতে রাখা হয়নি তাকে।
২০০৮ সালে হংকংয়ের জার্সিতে ইরফানের ওয়ানডেতে অভিষেক ঘটে। গত বছর হংকংয়ের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া ২৬ বছর বয়সী এই ক্রিকেটার হংকং জাতীয় দলের হয়ে ৬টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৬
এমআর