ঢাকা: গত বছর ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে ঠিকই ঘুরে দাঁড়ায় ইয়ন মরগানের ইংল্যান্ড। যদিও টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে স্বপ্নভঙ্গ হয় ইংলিশদের।
এক সাক্ষাৎকারে আইপিএলের ভূয়সী প্রশংসাই করেন সানরাইজার্স হায়দ্রাবাদের মরগান, ‘আমার খেলার উন্নতিতে আইপিএল ব্যাপকভাবে সাহায্য করেছে। প্রথম দুই-তিন বছরেই দেখেছি আমার খেলায় কতটা উন্নতি হয়েছে। মাঠে সেরা ক্রিকেটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলার পাশাপাশি তাদের সঙ্গে অনুশীলনের মধ্য দিয়ে ব্যাপক আত্মবিশ্বাস অর্জন করা সম্ভব। অভিজ্ঞদের কাছ থেকে অনেক উপদেশও পাওয়া যায়। ’
‘আমি ভাগ্যবান যে জ্যাক ক্যালিস, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেট তারকাদের সঙ্গে খেলতে পেরেছি এবং খুব কাছ থেকে তাদের পারফরম্যান্স দেখার সুযোগ পেয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার জন্য এই ইভেন্টটি উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি উপযুক্ত প্লাটফর্ম। ’-যোগ করেন মরগান।
প্রসঙ্গত, এবারের আসরে সানরাইজার্স টিমের বেশিরভাগ তারকা খেলোয়াড়রাই বাঁহাতি। মরগান তার মধ্যে একজন। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের সঙ্গে ট্রেন্ট বোল্ট, আশিষ নেহরার মতো বাঁহাতি পেসার রয়েছে।
ব্যাটিংয়ে অধিনায়ক ডেভিড ওয়ার্নার বিশ্ব ক্রিকেটে ‘বিধ্বংসী’ ওপেনার হিসেবেই পরিচিত। মরগান তো আছেনই। এছাড়া শিখর ধাওয়ান ও যুবরাজ সিং ব্যাটিংয়ে কতটা ঝড় তুলতে পারেন তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না! উল্লেখ্য, ফিটনেস সমস্যার কারণে এখনো একটি ম্যাচেও মাঠে নামা হয়নি যুবরাজের।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এমআরএম