ঢাকা: পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জিম্বাবুয়ের সাবেক তারকা ব্যাটসম্যান গ্রান্ট ফ্লাওয়ার। তার কথাতেই উঠে এলো পাকিস্তানের ক্রিকেটারদের বর্তমান চিত্র।
পাকিস্তানের ক্রিকেটারদের সমালোচনা করে গ্রান্ট ফ্লাওয়ার জানান, তারা অনুশীলনে যথেষ্ট মনোযোগী নয়। নিজেদের ফিটনেসের ব্যাপারেও তারা উদাসীন। আন্তর্জাতিক যে পর্যায়ে তারা খেলছে তাতে দেশের প্রতি ক্রিকেটারদের আত্মত্যাগ থাকতে হবে। দুঃখজনক হলেও সত্যি যে তাদের এগুলো একেবারেই নেই।
গ্রান্ট ফ্লাওয়ার আরও যোগ করেন, আপনি দ্রুততম সময়ে ক্রিকেটারদের মানসিক দিকগুলো পরিবর্তন করতে পারবেন না। ম্যাচ নিয়ে তাদের ভাবতে হবে, একজন ভালো ছাত্রের মতো শিখতে হবে আর প্রতিদিনই কঠোর পরিশ্রম করে একজন ভালো ক্রিকেটার হতে হবে। কিন্তু, পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে এই জিনিসগুলো অনুপস্থিত।
২০১৪ সালে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেন ফ্লাওয়ার। সাম্প্রতিক সময়ে দলের বাজে পারফর্মের কারণে সমালোচনা শুনতে হচ্ছে দেশটির ক্রিকেট বোর্ডকে। টেস্টে দল ভালো করলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে একেবারেই ভালো অবস্থানে নেই পাকিস্তান।
এমন ভয়াবহ পরিস্থিতিতে দলটির প্রধান নির্বাচক হিসেবে দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম উল হককে নিয়োগ দেওয়া হয়েছে। টি-টোয়েন্টির টানা ব্যর্থতায় দলটির অধিনায়কত্বের পদ থেকে একরকম সরিয়ে দেওয়া হয়েছে অভিজ্ঞ শহীদ আফ্রিদিকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সরফরাজ খান।
গ্রান্ট ফ্লাওয়ার মনে করেন, এখনও ভালো অবস্থানে যাওয়া সম্ভব। তিনি জানান, অবশ্যই পাকিস্তানের ক্রিকেটাররা যথেষ্ট ভালো পারফরমার। তাদের কিছু ক্রিকেটার রয়েছে যাদের রেকর্ডস বেশ ভালো। দীর্ঘ সময় ধরে তারা দুর্দান্ত সব সাফল্য পেয়েছে। এমন একটি দলের ক্রিকেটারদের পুনরায় উন্নতি করা মোটেই অবাক করার মতো বিষয় হবেনা।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৬
এমআর