ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে কাপ থেকে সরে গেলেন ইউনিস খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
ওয়ানডে কাপ থেকে সরে গেলেন ইউনিস খান ছবি:সংগৃহীত

ঢাকা: বিতর্কে জড়িয়ে পড়লেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক ইউনিস খান। ঘরোয়া ওয়ানডে কাপে আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে না পেরে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

তবে এর আগে ম্যাচ রেফারি তাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করেছেন।

একটি সূত্র থেকে জানা যায়, খাইবার পাখতুনখাওয়ার অধিনায়ক ইউনিসকে ম্যাচ রেফারি আজিজ রেহমান জরিমানা করেন।

শুক্রবার পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের দল ফেডারেল অ্যারিয়াস ইসলামাবাদের বিপক্ষে খেলতে নামে ইউনিস খানের দল। তবে ম্যাচে একাধিকবার আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারেননি ইউনিস।

এদিকে ইউনিস চলে যাওয়ায় অধিনায়ক শুন্য হয়ে পড়ে খাইবার দল। দলটির ম্যানেজার মুখতার হোসাইন ইউনিসের পরিবর্তে দলের নতুন অধিনায়ক হিসেবে আহমেদ শেহজাদের নাম ঘোষণা করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।