মিরপুর থেকে: প্রিমিয়ার লিগের শিরোপা প্রত্যাশী দল আবাহনীকে ৪ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল মাহমুদউল্লাহ রিয়াদের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কাগজে-কলমের সেরা দল আবাহনীর বিপক্ষে মিরপুরে এদিন দাপুটে জয় পেতে পারতো শেখ জামাল।
তবে মাহবুবুলকে সাজঘরে পাঠানোর পর বোলারদের দারুণ বোলিংয়ে শেষ বিকেলে ম্যাচে ফেরে আবাহনী। শেষ বলে যখন ৫ রানের প্রয়োজন তখন তাসকিন আহমেদকে লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান মুক্তার আলী। ঘাম ঝরিয়েই ম্যাচ জেতে শেখ জামাল।
১১০ বলে ১৫টি চার ও ৫টি ছক্কায় ১৩০ রান করে শেখ জামালকে জয়ের পথে রাখেন মাহবুবুল করিম। ৪ উইকেটের জয়ে ৪৭ রান করে অবদান রাখেন মার্শাল আইয়ু্ব। দ্বিতীয় উইকেট জুটিতে এ দুই ব্যাটসম্যান ১২৫ রান যোগ করেন। নাজমুস সাদাত ৩৩ ও মাহমুদউল্লাহ করেন ২৭ রান।
আবাহনীর হয়ে সাকলাইন সজীব ও নাজমুল হোসেন শান্ত দুটি করে উইকেট নেন। তাসকিন আহমেদ নেন একটি উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার তামিম ইকবালের ৯০, ভারতীয় ক্রিকেটার উদয় কাউলের ৬৩ রানের ইনিংসে ভর করে ভালো সংগ্রহ পায় গতবারের রানার্সআপ আবাহনী। শেষ দিকে নাজমুল হোসেন শান্তর ৫২ ও মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ৪৬ রানের দুটি কার্যকরী ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তোলে আবাহনী।
মনিরুজ্জামান, মাহমুদউল্লাহ, মুক্তার আলী ও সোহাগ গাজী নেন একটি করে উইকেট।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৬
এসকে/এমআর