ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রধান নির্বাচক পদে ফিরলেন জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
প্রধান নির্বাচক পদে ফিরলেন জয়সুরিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: সনাৎ জয়সুরিয়ার প্রধান নির্বাচক পদে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। গত বছর এপ্রিলের শুরুতে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।

লঙ্কান ক্রিকেট বোর্ড জয়সুরিয়াকে প্রধান নির্বাচক পদে পুনরায় বসানোর ইচ্ছাটা আগেই জানিয়েছিল, কিন্তু ক্রীড়ামন্ত্রীর অনুমোদনের জন্য তা অপেক্ষমান ছিল।

এখন সেটিও পেয়ে গেছে এসএলসি। জয়সুরিয়ার নেতৃত্বে নতুন নির্বাচক প্যানেল আগামী ১ মে অফিসিয়ালি কাজ ‍শুরু করবে। মেয়াদ দুই বছর।

চারজনের প্যানেলের বাকিরা হলেন, সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান রমেশ কালুভিথারানা, যিনি একসময় জয়সুরিয়ার ওপেনিং পার্টনার ছিলেন; সাবেক লঙ্কান পেসার ইরিক উপাশান্ত, যিনি জয়সুরিয়ার নেতৃত্বে আগের কমিটিতে কাজ করেছেন; এবং সাবেক অফস্পিনার রঞ্জিত মাদুরাসিংগে, যিনি অরভিন্দ ডি সিলভার অধীনে বর্তমান নির্বাচক প্যানেলের সদস্য।

এর আগে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৫’র মার্চ পর্যন্ত লঙ্কান ক্রিকেটে প্রধান নির্বাচকের ভূমিকায় ছিলেন জয়সুরিয়া। বর্তমানে শ্রীলঙ্কা টিমের যে ‘করুণ অবস্থা’ তা থেকে উত্তরণেই হয়তো জয়সুরিয়াকে ফিরিয়ে এনেছে এসএলসি। লঙ্কান কিংবদন্তির মিশন যে এবার ‘নতুন’ সাঙ্গাকারা-জয়াবর্ধনে-মালিঙ্গা খুঁজে বের করা। নিশ্চয়ই মনে-প্রাণে ওপেনিংয়ে নিজের যোগ্য উত্তরসূরিও চাইছেন ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরাদের একজন হিসেবে খ্যাত জয়সুরিয়া।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।