ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড সফরে লঙ্কান টেস্ট দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
ইংল্যান্ড সফরে লঙ্কান টেস্ট দল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন দুই অলরাউন্ডার দাসুন শানাকা ও ধানানজয়া ডি সিলভা।

ফিটনেসে ঘাটতি থাকলেও ১৭ সদস্যের দলে আছেন লাহিরু থিরিমান্নে।

এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও নিরোশান ডিকওয়েলাকে স্কোয়াডে রাখা হয়েছে। পেস অ্যাটাকে থাকছেন ধাম্মিকা প্রসাদ, দুশমান্থা চামিরা, নুয়ার প্রদীপ, সুরাঙ্গা লাকমল ও শামিন্দা ইরাঙ্গা।

স্পিন বোলিংয়ে অভিজ্ঞ রঙ্গনা হেরাথের সঙ্গে আছেন অফস্পিনার দিলরুয়ান পেরেরা। সম্প্রতি প্র্যাকটিস ম্যাচে ফিল্ডিং করার সময় মাথায় বলের আঘাত পাওয়া ব্যাটসম্যান কুশল সিলভাও দলে রয়েছেন।

লিডসের হেডিংলিতে আগামী ১৯ মে প্রথম টেস্ট শুরু হবে। পরের দু’টি ম্যাচ ২৭ মে ও ৯ জুন মাঠে গড়াবে। টেস্ট সিরিজ শেষে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

শ্রীলঙ্কা স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), ধানানজয়া ডি সিলভা, দাসুন শানাকা, ধাম্মিকা প্রসাদ, দিলরুয়ান পেরেরা, দিমুথ করুনারাত্নে, দিনেশ চান্দিমাল (সহ-অধিনায়ক), দুশমান্থা চামিরা, কুশল সিলভা, কুশল মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, মিলিন্ডা সিরিবর্ধনে, নিরোশান ডিকওয়েলা, নুয়ান প্রদীপ, রঙ্গনা হেরাথ, শামিন্দা ইরাঙ্গা ও সুরাঙ্গা লাকমল।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।