ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউইদের টেস্ট নেতৃত্বেও উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
কিউইদের টেস্ট নেতৃত্বেও উইলিয়ামসন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে আগেই নেতৃত্ব দিয়েছেন, ছিলেন দলের অফিসিয়ালি অধিনায়কও। আর এবার তরুণ এ ক্রিকেটারকে কিউইদের টেস্ট অধিনায়কও মনোনীত করা হলো।

ফলে নিউজিল্যান্ড ক্রিকেটে তিন ফরম্যাটেরই অধিনায়ক হলেন উইলিয়ামসন। আর এ বছরের শেষে ২৯তম ক্রিকেটার হিসেবে কিউইদের সাদা পোশাকে নেতৃত্ব দেবেন তিনি।

সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে উইলিয়ামসনের অধীনেই খেলেছিলো নিউজিল্যান্ড। এছাড়া ওডিআই ও ২০ ওভারের খেলায় এখন পর্যন্ত ৩৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। আসলে ব্র্যান্ডন ম্যাককালামের অবসরের পর উইলিয়ামসনের অধিনায়ক হওয়াটা ছিলো শুধু সময়ের ব্যাপার।

নিউজিল্যান্ড আগামী জুলাই-আগস্টে আফ্রিকা সফর করবে। যেখানে দলটি জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে টেস্ট খেলবে। আর ২৫ বছর বয়সী উইলিয়ামসন দেশটির তৃতীয় তরুণ হিসেবে টেস্ট অধিনায়ক হলেন। এর আগে স্টেফেন ফ্লেমিং ও জন পার্কার এই তালিকায় রয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ২৮ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।