ঢাকা: মাত্র ৩১ বল মোকাবেলা করে অপরাজিত ১৩১ রানের ইনিংস খেলেছেন টোবাগোর ব্যাটসম্যান ইরাক টমাস। তার বিধ্বংসী ইনিংসে স্ক্রাবোরো ম্যাশন দুর্দান্ত জয় তুলে নিয়েছে।
টোবাগো ক্রিকেট অ্যাসোসিয়েশনের টি-টোয়েন্টি টুর্নামেন্টের একটি ম্যাচে তাক লাগানো ইনিংসটি খেলেছেন টোবাগোর এই ব্যাটসম্যান। ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে স্ক্রাবোরো ১৫১ রান সংগ্রহ করে। ১৫২ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে টমাসের ঝোড়ো এই ইনিংসে ভর করে মাত্র ৮ ওভারেই জয় তুলে নেয় স্ক্রাবোরো/ ম্যাশন হল।
২১ বলে শতক পূর্ণ করা টমাসের পুরো ইনিংসে ছিল মাত্র চারটি বাউন্ডারি। আর ছিল ১৫টি বিশাল ওভার বাউন্ডারির মার।
ম্যাচ শেষে ২৩ বছরের টমাস জানান, আমার টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই প্রথম শতক। খুব খুশি এভাবে শতক হাঁকাতে পেরে। আমি চাইবো এমন ইনিংস বারবার খেলতে। তবে, আগে থেকে ইচ্ছে করলেই এমন ইনিংসের দেখা পাওয়া যায় না। ক্রিকেটের শর্ট ফরমেটে ত্রিনিদাদের কুইন্স পার্কের হয়ে মাঠে নামবো। এই টুর্নামেন্টে এমন ব্যাটিং আমাকে আরও বেশি আত্মবিশ্বাস দেবে।
টমাসের আগে টি-টোয়েন্টিতে (আইপিএল) ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে শতক পূর্ণ করেছিলেন। ওয়ানডেতে ৩১ বলে শতক হাঁকান দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স।
এর আগেও টমাসের ব্যাট থেকে দুর্দান্ত সব ইনিংস দেখেছে টোবাগো। আগের ম্যাচে চার্লোত্তেভিলের বিপক্ষে ৫৩ বলে ৯৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৬
এমআর