ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যর্থ সৌম্য, মিঠুন-আসিফের ব্যাটে জয়ী রুপগঞ্জ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
ব্যর্থ সৌম্য, মিঠুন-আসিফের ব্যাটে জয়ী রুপগঞ্জ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলমান আসরের দ্বিতীয় রাউন্ডে হারিয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অলোক কাপালির গাজী গ্রুপকে ৩ উইকেটে হারায় মোশাররফ রুবেলের রুপগঞ্জ।

 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে আগে ব্যাট করে গাজী ৮ উইকেট হারিয়ে তোলে ২৫৫ রান। জবাবে, এক ওভার হাতে রেখে ৭ উইকেট হারানো রুপগঞ্জ জয় তুলে নেয়।

আগে ব্যাট করা গাজীর ওপেনার এনামুল হক বিজয় ৪২ আর শামসুর রহমান ৬৯ রান করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। ৭০ রানের দারুণ ইনিংস খেলেন পাকিস্তানের অলরাউন্ডার সাঈদ আনোয়ার জুনিয়র। অলোক কাপালি ফেরেন ৪ রান করে। আর অপরাজিত ৩০ রান করেন ফারুক হোসেন।

রুপগঞ্জের হয়ে দুটি করে উইকেট তুলে নেন সৌম্য সরকার, আসার জাইদি আর মোশাররফ রুবেল। একটি করে উইকেট পান আবু হায়দার ও তাইজুল ইসলাম।

২৫৬ রানের টার্গেটে ব্যাটিংয়ের উদ্বোধন করতে নামেন মিজানুর রহমান (০) ও সৌম্য সরকার (১)। তিন নম্বরে ব্যাট হাতে আসেন জহুরুল ইসলাম (৯)। দলীয় ১১ রানের মাথায় এই তিন ব্যাটসম্যানই বিদায় নেন।

চার নম্বরে ব্যাট হাতে আসা মোহাম্মদ মিঠুন খেলেন ৭৫ রানের ইনিংস। ৯৪ বল মোকাবেলা করে ৭টি চারের পাশাপাশি দুটি ছক্কার দেখা পান মিঠুন।

বিপিএলের সবশেষ আসর মাতানো আসার জাইদি ৪২ বলে করেন ৩৭ রান। আর আসিফ আহমেদ ৭৬ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন।

এছাড়া, দলপতি মোশাররফ রুবেল ৯ রান করে বিদায় নিলেও শেষ দিকে নাহিদুল ইসলাম ২৫ বলে ২৫ রান করে দলকে জয়ের পথে টেনে নেন। তবে, এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছানো রুপগঞ্জের জয়ে ভূমিকা রেখেছেন আলাউদ্দিন বাবু। শেষ দিকে ২২ বলে একটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারিতে তিনি ৩৪ রান করে অপরাজিত থাকেন।

গাজী গ্রুপের হয়ে দুটি করে উইকেট লাভ করেন দেলোয়ার হোসেন, মেহেদি হাসান আর অলোক কাপালি। একটি উইকেট দখল করেন সাঈদ আনোয়ার।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।