ঢাকা: আরেকটি বড় ধাক্কা খেলো মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টস। ইনজুরির কারণে ইংলিশ তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে হারানোর পর এবার দলটি থেকে ছিটকে পড়েছেন প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসিস।
হাতের আঙ্গুল ভেঙে যাওয়ায় আইপিএলের চলমান আসর থেকে বিদায় নিতে হলো পুনের ব্যাটসম্যান প্লেসিসকে। প্রায় ছয় সম্তাহের জন্য ব্যাট হাতে নিতে পারবেন না তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত টুইটার থেকে প্লেসিস জানান, ‘দুর্ভাগ্যবশত আঙ্গুল ভেঙে যাওয়ায় এবারের মতো আমার আইপিএলের আসর শেষ হয়ে গিয়েছে। প্রায় ছয় সপ্তাহের জন্য ছিটকে পড়তে হচ্ছে। ভারত এবং আমার দল পুনেকে ধন্যবাদ। অনেক মজার সময় পার করেছি। ’
এবারের আসরে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন প্লেসিস। ছয় ম্যাচে ২০৬ রান করেছেন তিনি। গুজরাট লায়ন্স আর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দুটি অর্ধশতকও হাঁকান প্রোটিয়া এই ব্যাটসম্যান।
আগামী ০৩ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়াকে নিয়ে দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে। তাই প্রোটিয়া এই তারকাকে দলে পাওয়া কিছুটা শঙ্কায় থেকে গেল।
এদিকে, পুনের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, প্লেসিস ইনজুরিতে ছিটকে পড়ায় আমরা হতাশ হচ্ছি না। আমরা আশা করছি সে খুব শিগগিরই ক্রিকেটে ফিরবে। তার দ্রুত আরোগ্য কামনা করি। তার বদলি হিসেবে আমরা অস্ট্রেলিয়ার উসমান খাজাকে নিয়ে আসবো। আর আমি নিশ্চিত অজি এই ওপেনার পুনের দলে বেশ ভালো ভাবেই নিজেকে মানিয়ে নেবে। খাজার উপস্থিতি পুনের বাকিদের জন্য বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৬
এমআর