ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুম্বাই ও পুনের হোম ভেন্যু বিশাখাপত্তম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
মুম্বাই ও পুনের হোম ভেন্যু বিশাখাপত্তম ছবি:সংগৃহীত

ঢাকা: আইপিএলে আগামী ০২ মে থেকে মুম্বাই ইন্ডিয়ান্স ও পুনে নিজেদের সব হোম ম্যাচ খেলবে বিশাখাপত্তমে। অনেক আলোচনার পর আইপিএলের গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্ত নেয়।

এছাড়াও কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয় দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেশনের ম্যাচ।

 

মুম্বাই হাইকোর্ট পানি সমস্যার জন্য মহারাষ্ট্রে খেলা বাতিল করে দেওয়ার পরই নতুন ভেন্যুর খোঁজে নামে আইপিএলের আয়োজকরা।

কিংস ইলিভেন পাঞ্জাবেরও তিনটি হোম ম্যাচ খেলার কথা ছিল নাগপুরে। তার পর ধর্মশালায়। কিন্তু এমন পরিস্থিতিতে পাঞ্জাব দল তাদের সব হোম ম্যাচ খেলবে মোহালিতে। আইপিএলের ফাইনাল হবে বেঙ্গালুরুতে।

যদিও মুম্বাই তাদের হোম হিসেবে জয়পুরকে চেয়েছিল। কিন্তু সেখানেও একই সমস্যা। ৮, ১৩ ও ১৫ মে জয়পুরের সোয়াই মানসিংহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু রাজস্থান হাইকোর্টও এই ব্যাপারটিকে ঝুলিয়ে রাখে। যে কারণে আর অপেক্ষা না করে ভেন্যু নির্ধারিত করে ফেলেছে আইপিএল কমিটি।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।