ঢাকা: টানা তিন ম্যাচ হারের পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম জয়ের দেখা পেল মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৪৯ রানের ব্যবধানে হারায় মাশরাফি বাহিনী।
শুক্রবার (০৬ মে) কলাবাগানের জিম্বাবুইয়ান রিক্রুট হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরিতে (১১৫) ২৭০ রানের জবাবে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২১ রান তোলে সিসিএস। দলের পক্ষে উত্তম সরকার করেন সর্বোচ্চ ৬৩ রান। ওপেনার পিনাক ঘোষ ৪২ ও সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৩৪ রান।
কলাবাগানের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ১০ ওভারে দুটি মেডেনসহ ৩২ রানে নেন চার উইকেট। মাশরাফি বিন মর্তুজা নেন দুটি উইকেট। এছাড়া দেওয়ান সাব্বির ও ইসামুল আহসান নেন একটি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে হ্যামিল্টন মাসাকাদজার ১০৪ বলে ১০টি চার, দুটি ছক্কায় সাজানো ১১৫ রানের ইনিংস বড় সংগ্রহ এনে দেয় কলাবাগানকে। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে ২৭০ রান। ওপেনার সাদমান ইসলামের ব্যাট থেকে আসে ৪৭ রান। তাসামুল হক করেন ৩৭ রান।
সিসিএসের হয়ে নাসুম আহমেদ নেন সর্বোচ্চ তিনটি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন সালমান হোসেন ও উত্তম সরকার। একটি করে উইকেট নিয়েছেন রাজিন সালেহ ও আলী আহমেদ।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০৬ মে ২০১৬
এসকে/এমআর