ঢাকা: বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করেই পুনের দেয়া ১৯২ রানের লক্ষ্যটা তিন বল হাতে রেখে টপকে যায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের এবারের আসরে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি উদযাপনে মাতেন ভারতীয় টেস্ট অধিনায়ক।
সানরাইজার্সের বিপক্ষে ৩০ এপ্রিলের ম্যাচটিতে ১৯৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানে হার মানে বেঙ্গালুরু। ইনিংসের ষষ্ঠ ওভারের মাথায় কোহলিকে আশিষ রেড্ডির ক্যাচে পরিণত করে দলের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন মুস্তাফিজ।
পুনের বিপক্ষে সাত উইকেটে জয়ের পর পুরস্কার বিতরণী পর্বে কোহলির কণ্ঠে হায়দ্রাবাদের বিপক্ষে হারের আক্ষেপই ঝরে। ওই ম্যাচের পরেই নাকি বেঙ্গালুরু অধিনায়কের সাফল্যের ক্ষুধাটা আরো বেড়ে যায়! তাহলে তো বলতেই হয়, কোহলিকে তাঁতিয়ে দিয়েছিলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজই।
কোহলির ভাষ্য ছিল এরকম, ‘এ ম্যাচের আগে যেসব ম্যাচ খেলেছিলাম তার মধ্যে হায়দ্রাবাদের বিপক্ষে আমাদের রান তুলতে সংগ্রাম করতে হয়েছিল। টার্গেটে নেমে যেন শেষ পর্যন্ত লড়ে যেতে পারি সেটিই নিশ্চিত করতে চাই। দলের জয়ে যতটুকু সম্ভব অবদান রাখার চেষ্টা করি। ’
‘কিন্তু হায়দ্রাবাদের বিপক্ষে আমি তা করতে পারিনি। ম্যাচ হারায় আমি বেশ হতাশ ছিলাম এবং এটি আমাকে অনেক বেশী কষ্ট দেয়। কারণ, আমি জানি দলকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে হলে অধিনায়ক হিসেবে প্রথমে নিজেকেই তা করে দেখাতে হবে। আজ (পুনের বিপক্ষে) তা সম্ভব হয়েছে যেমনটা আমি চেয়েছিলাম শেষ পর্যন্ত থেকে ম্যাচ ফিনিশ করা। ’-যোগ করেন কোহলি।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ৮, ২০১৬
এমআরএম