ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের বাইরে আইপিএল চান না শাহরুখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ৮, ২০১৬
ভারতের বাইরে আইপিএল চান না শাহরুখ ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান জানিয়েছেন, কোনোভাবেই ভারতের ঘরোয়া এই টুর্নামেন্ট যেন বিদেশির মাটিতে আয়োজিত না হয়।

 

আইপিএলের পরের আসরটি ভারতের মাটিতে নাও হতে পারে বলে জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি অনুরাগ ঠাকুর।

শাহরুখ জানান, ভারতীয় ক্রিকেট পাগল দর্শকের কথা মাথায় রেখেই আইপিএলের আসরগুলো দেশের মাটিতেই আয়োজন করা উচিৎ। এছাড়াও রয়েছে ব্যবসাভিত্তিক ইস্যু। আইপিএলের আসর এখানে শুরু হয়েছে, এটাকে এখানেই হতে দিন। ভারতের মাটিতে আইপিএলের আসরগুলো সম্পন্ন হলে তা ব্যর্থ হয়ে যাবে এমনটি ভাবার কোনো কারণ নেই।

ভারতের জাতীয় নির্বাচনের কারণে ২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালে টুর্নামন্টেটির অর্ধেক অনুষ্ঠিত হয়েছিল আরব আমিরাতে। নবম এই আসরটি ভারতের মাটিতে হলেও আইপিএলের দশম আসরটি বাইরে কোথাও আয়োজনের সিদ্ধান্ত নিতে চায় বিসিসিআই।

ভারতে খরার কারণে পানি সমস্যা, ভেন্যু সমস্যা আর একাধিকবার কোর্টের নির্দেশে ভেন্যু পরিবর্তন নিয়ে বিপাকে পড়ে আইপিএল গভর্নিং কমিটি।

সেক্রেটারি অনুরাগ ঠাকুর এ প্রসঙ্গে জানান, ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই টুর্নামেন্ট পরেরবার ভারতের মাটিতে নাও হতে পারে। আইপিএল গভর্নিং কাউন্সিল ভারত এবং ভারতের বাইরে সম্ভাব্য ভেন্যুর খোঁজ করছে।

তিনি আরও যোগ করেন, এবারের আইপিএলের ভেন্যু সমস্যার কারণে বারবার ক্রিকেটারদের স্থান পরিবর্তন করতে হচ্ছে। সঙ্গে আমাদেরও হোটেল বুকিংয়ে সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া দর্শকরা অগ্রীম টিকিট কাটায় তাদেরও সমস্যা বেড়েছে। এমন অবস্থায় বিসিসিআইয়ের সঙ্গে খুব শিগগিরই আইপিএল গভর্নিং কাউন্সিল আলোচনায় বসবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তহীনতায় শাহরুখ জানান, কোনো সন্দেহ নেই আইপিএল ক্রিকেট বিশ্বের কাছে একটি ব্রান্ড। সেটিতে কোনোভাবেই বাজে প্রভাব মেনে নেওয়া যায় না। কিন্তু, বিসিসিআইয়ের গ্রাউন্ড শুধুমাত্র বিসিসিআইয়ের। ইডেন গার্ডেনস শুধুমাত্র ইডেনের। দক্ষিণ আফ্রিকা আর আবুধাবির ক্রিকেটপ্রেমীরা সত্যিই দারুণ। তবে, আইপিএলের আসরগুলো সেখানে হলে বিসিসিআই তার নিজ দেশের মানুষকে ঠকাবে। বিসিসিআই তার নিজ দেশের মানুষের সমর্থন হারাবে। আইপিএলকে দারুণভাবে তারা মিস করবে, সঙ্গে গ্রাউন্ডকেও তারা মিস করবে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ০৮ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।