ঢাকা: প্রিমিয়ার লিগে দাপট এবার স্পিনারদের। চার রাউন্ড শেষে সেরা দশ বোলারের নয়জনই স্পিনার।
লিগের মাঝপথে ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করে ফেলেছেন এ স্পিনার, লিগ শেষে সেরা তিনে নিজেকে দেখতে চান।
শুভ জানান, ‘বোলিংয়ে যেমন ছন্দ পাচ্ছি তাতে লক্ষ্য পূরণ করতে আশাবাদী আমি। তবে উইকেট পাওয়া অনেক ক্ষেত্রে ভাগ্যের ব্যাপারও। অনেক সময় একটা বোলার অনেক রান দিয়েও উইকেট তুলে নেয়। আমি গুরুত্ব দিচ্ছি লাইন-লেন্থ ঠিক রেখে ভালো বোলিং করে যাওয়াকে। আল্লাহর রহমতে যেখানে বল ফেলতে চাচ্ছি সেখানে পড়ছে। ভালো বোলিং করলে উইকেট আপনা-আপনি চলে আসবে। ’
ব্যক্তিগত পারফরম্যান্সের সঙ্গে দলের পারফরম্যান্সেও খুশি ভিক্টোরিয়ার এ সহ-অধিনায়ক, ‘চার ম্যাচের দুটিতে জয় ও একটিতে টাই, আমাদের দলের পারফরম্যান্স কিন্তু ভালো হচ্ছে। সবাই ভালো ক্রিকেট খেলছে। লিগে আমাদের দল ভালো একটা অবস্থানে যাবে, আশা করছি। ’
সোহরাওয়ার্দী শুভ এবারের প্রিমিয়ার লিগকে আগের লিগগুলোর চেয়ে এগিয়ে রাখছেন প্রতিযোগিতার দিক থেকে। তার মতে, এবারের লিগটা বেশ প্রতিযোগিতামূলক হচ্ছে। আগে তিন-চারটা দল শুধুই হারতো। এবার সেটা হচ্ছে না। তার মতে, ‘প্লেয়ারদের কোয়ালিটি বাড়ছে, প্রতিযোগিতা বাড়ছে। এটা খুব ভালো দিক। বেশি বেশি প্রতিযোগিতা হলে কোয়ালিটি বাড়বে। ইমপ্রুভ না করতে পারলে প্রতিযোগিতা ভালো হয় না। ’
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ০৮ মে ২০১৬
এসকে/এমআর