ঢাকা: বল হাতে জ্বলে উঠতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে, তার আগেই ব্যাট হাতে কাজের কাজটি করেছেন কলকাতার হয়ে খেলা টাইগার এই অলরাউন্ডার।
আগে ব্যাট করতে নামা কলকাতা দলীয় ২৪ রানেই টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারায়। তারপরও সাকিব-পাঠানের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে কলকাতা। জবাবে, ১৮ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট।
কলকাতার ওপেনার রবিন উথাপ্পা ১৪, দলপতি গৌতম গম্ভীর ৫, মনিশ পান্ডে ০ আর সূর্যকুমার যাদব ৪ রান করে বিদায় নেন। দলীয় ২৪ রানে চার উইকেট হারানো কলকাতাকে লড়াই করার পুঁজি পাইয়ে দেন সাকিব ও ইউসুফ পাঠান।
পঞ্চম উইকেট জুটিতে ১৩৪ রান তোলেন তারা। সাকিব করেন ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান। আর পাঠানের ব্যাট থেকে আসে অপরাজিত ৬৩ রান। সাকিব কলকাতা থেকে ছুটি নিয়ে ক’দিন আগে ঢাকায় এসে তার কোচ সালাহউদ্দিনের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেন। দুই দিনের ঝটিকা সফরে অনেকটা গোপনেই কোচের সঙ্গে ব্যাটিং অনুশীলন করেন। ব্যাট হাতে বাজে পারফর্ম কাটাতেই এই গোপন অনুশীলন। গুরুর দীক্ষা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন সাকিব।
তার ৪৯ বলে সাজানো ইনিংসে ছিল ৪টি চার আর ৪টি ছক্কার মার। পাঠানের ৪১ বলের ইনিংসে ছিল ৭টি চার আর একটি ছক্কা।
১৫৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে গুজরাটের ওপেনার ডোয়াইন স্মিথ ২৭ ও আরেক ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম ২৯ রান করেন। স্মিথকে বোল্ড করেন সাকিব। রায়নার ব্যাট থেকে আসে ১৪ রান। দিনেশ কার্তিক ২৯ বলে করেন সর্বোচ্চ ৫১ রান। আর অ্যারন ফিঞ্চ করেন ১০ বলে ২৯ রান।
১৮ ওভারে ১৬৪ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে গুজরাট।
১১ ম্যাচে ৭ জয় নিয়ে সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো গুজরাট। ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে মুস্তাফিজের হায়দ্রাবাদ। আর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সাকিবের কলকাতা।
বল হাতে সাকিব ৩ ওভারে ৩৮ রান খরচায় তুলে নেন একটি উইকেট। ৩ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট পান আন্দ্রে রাসেল। একটি করে উইকেট দখল করেন ব্রাড হগ ও পিযুষ চাওলা।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ০৯ মে ২০১৬
এমআর