ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান ক্রিকেটে শৃঙ্ক্ষলা ফেরাতে আর্থারের কঠোরতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মে ১০, ২০১৬
পাকিস্তান ক্রিকেটে শৃঙ্ক্ষলা ফেরাতে আর্থারের কঠোরতা ছবি: সংগৃহীত

ঢাকা: শৃঙ্ক্ষলা, ফিটনেস ও ফিল্ডিংয়ের মানের সঙ্গে কোনো প্রকার আপস করবেন না সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের নবনিযুক্ত কোচ ‍মিকি আর্থার। গত সপ্তাহের শেষদিকে দক্ষিণ আফ্রিকান আর্থারকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত এপ্রিলে টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর ব্যাপক সমালোচনার মুখে পাকিস্তান দলের কোচের পদ ছাড়েন ওয়াকার ইউনিস। সম্ভাব্য নতুন যোগ্য কোচের খোঁজে অনেক জল্পনা-কল্পনার পর আর্থারের ওপর ভরসা রাখে পিসিবি। দক্ষিণ অাফ্রিকা, অস্ট্রেলিয়ার পর তৃতীয় আন্তর্জাতিক টিম হিসেবে পাকিস্তানের কোচিং অ্যাসাইনমেন্ট আর্থারের সামনে।

ধারণা করা হচ্ছে, চলতি মাস শেষেই কোচের দায়িত্ব গ্রহণ করবেন আর্থার। তিনি জোর দিয়েই বলছেন, শৃঙ্ক্ষলাই পাকিস্তান ক্রিকেটে ভালো সুফল বয়ে অানবে, ‘আমি শৃঙ্ক্ষলার ব্যাপারে কঠোর হবো এবং এটিই ভালো ফলাফল নিয়ে আসার একমাত্র উপায়। আমি চাই সবাই যেন দলের জন্য খেলতে চায় এবং কোনো স্বার্থপর খেলোয়াড় আমার দরকার নেই। ’

আর্থার আরও বলেন, ‘আমাদের বোলিং ভালো, কিন্তু ব্যাটিংয়ে অনেক উন্নতি আনতে হবে। আমি ফিল্ডিং ও ফিটনেসের ব্যাপারেও কঠোর অবস্থানে থাকব এবং এমন খেলোয়াড়দের চাই যারা লম্বা সময় ধরে খেলতে পারবে। এ বিষয়টিতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ’

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মে ১০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।