ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোথায় হারালেন গেইল?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, মে ১১, ২০১৬
কোথায় হারালেন গেইল? ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিস গেইল নাম শুনলেই কেঁপে ওঠে বোলারের অন্তরাত্মা। কিন্তু ক্রিকেট বিশ্বের ‘অতিমানবীয়’ এই ব্যাটসম্যানের উইকেট তোলাই এখন হয়ে উঠেছে বোলারদের জন্য সবচেয়ে সহজ কাজ!

ফর্মহীনতা পাল্টে দিয়েছে গেইলকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ‍এ ওপেনার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে খেলেছেন চার ম্যাচ। কোনো ম্যাচেই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বুধবার (১১ মে) হোম ভেন্যু ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের পঞ্চম ম্যাচে গেইল আউট হয়েছেন পাঁচ রান করে।
 
টি-টোয়েন্টিতে গেইলের নাম শুনলে যেখানে বোলার আঁতকে ওঠেন সেই গেইল এবার পুরোপুরি ব্যর্থ। চার ম্যাচে গেইলের ব্যাট থেকে এসেছে মাত্র ১৩ রান (১, ০, ৭, ৫)!
 
ক্রিস গেইলের এমন ফর্মহীনতার প্রভাব ভালোভাবেই পড়েছে বিরাট কোহলির দলে। ‘ফেবারিট’ তকমা নিয়ে আইপিএল শুরু করা দলটির অবস্থান এখন সাত নম্বরে।  

প্রথম দুই ম্যাচে রান না পাওয়াতেই সমালোকদের কথার ফুল ফুটেছিল গেইলকে নিয়ে। বিরাট কোহলি অবশ্য গেইলকে নিয়ে চিন্তায় ছিলেন না।

 সমালোচকদের জবাব দিতে গিয়ে বলেছিলেন, টুর্নামেন্টের কোনো না কোনো পর্বে গেইল রানে তো ফিরবেই। হয়তো দেখা যাবে, যে দিন আমাদের দরকার সে দিনই ও একটা সেঞ্চুরি করে দিল। ’ কোহলির এ আস্থাকে কবে বাস্তবে রুপ দেবেন গেইল?

ক্যারিবীয় এ হার্ডহিটার ব্যাটসম্যানের ক্ষমতা সম্পর্কে সবাই অবগত। তবে চার ম্যাচে দু’অঙ্কের ঘরে পৌঁছাতে পারবেন না গেইল, এটাই বিস্ময়েরই। কোহলির কাছে নিশ্চয়ই সেটা আরও বড় বিস্ময়ের!

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, মে ১১, ২০১৬
এসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।