ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোহামেডান নয় আবাহনীতে শাহাদাত!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, মে ১২, ২০১৬
মোহামেডান নয় আবাহনীতে শাহাদাত! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রিমিয়ার লিগের শুরু থেকেই মোহামেডানের নেটে বোলিং করে গেছেন পেসার শাহাদাত হোসেন রাজিব। বিসিবির নিষেধাজ্ঞা উঠলে মোহামেডানে খেলবেন এমনটাই ধরা হচ্ছিল।

কিন্তু নিষেধাজ্ঞা ওঠার পরদিনই আবাহনীর জার্সি গায়ে অনুশীলনে নেমে পড়লেন শাহাদাত।

আবাহনীতে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এ পেসার। আবাহনীর জার্সি গায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্তানের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

বাংলানিউজকে তিনি জানালেন, আবাহনীর মতো শীর্ষ ক্লাব আমাকে নিয়েছে তাতে আমি সত্যি অনেক খুশি। আর মোহামেডানের সঙ্গে আমার কোনো চুক্তি হয়নি। তারা আমাকে অনুশীলন করার সুযোগ করে দিয়েছে এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞ।

বৃহস্পতিবার (১২ মে) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে মহারণে আবাহনীর একাদশেও দেখা যেতে পারে শাহাদাতকে। তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু ও শাহাদাত হোসেনকে নিয়ে পেশ আক্রমণ বেশ শক্তিশালী দলটির।

গত মঙ্গলবার (১০ মে) শাহাদাতকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি। শাহাদাতের নামে গৃহকর্মী নির্যাতনের মামলা হওয়ার পর বিসিবি সাময়িক নিষিদ্ধ করেছিল এ ক্রিকেটারকে।

ঘরোয়া ক্রিকেটে খেলা‍র অনুমতি পেলেও মামলা নিষ্পত্তি হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো সম্ভাবনা নেই শাহাদাতের।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, মে ১২, ২০১৬
এসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।