ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের নাগরিকত্ব চাইছেন ভিলিয়ার্স!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মে ১৭, ২০১৬
ভারতের নাগরিকত্ব চাইছেন ভিলিয়ার্স! ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের নাগরিকত্ব পেতে চান দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স! আর এজন্য প্রয়োজনে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলবেন বলে জানান।

 

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে বিরাট কোহলি, ক্রিস গেইল, শেন ওয়াটসনদের সঙ্গে খেলছেন ভিলিয়ার্স।

 

বেঙ্গালুরুর ডিজিটাল টিমের সদস্য মিস্টার নাগের কাছে ভিলিয়ার্স তার ইচ্ছের কথা প্রকাশ করেন। মিস্টার নাগ ডি ভিলিয়ার্সকে জিজ্ঞেস করেন, বছরের বেশিরভাগ সময়টা তো ভারতেই কাটিয়ে দিলেন। তাহলে কেন এই দেশটির নাগরিকত্ব নিচ্ছেন না?

উত্তরে প্রোটিয়া তারকা জানান, আমার ইচ্ছে আছে ভারতের নাগরিকত্ব নেবার। প্রয়োজনে আমি এজন্য দেশটির প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব।

ভিলিয়ার্সের সঙ্গে মিস্টার নাগের কথোপকথনটি ছিল একটি অনুষ্ঠানে মজার ছলে বলা।

তবে, সত্যি সত্যি ভারতের নাগরিক হবেন কি না এমন খবর নিশ্চিত করেননি ভিলিয়ার্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের মাটিতে প্রায় দুই মাসের বেশি সফর করে ভিলিয়ার্সরা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে অংশ নেয় তারা। তারপরই তিনি খেলছেন আইপিএলের আসরে। দীর্ঘ সময় ভারতের মাটিতেই অবস্থান করছেন ভিলিয়ার্স।

এবারের আইপিএলের আসরে ব্যাট হাতে একটি শতক আর ৫টি অর্ধশতক নিয়ে দুর্দান্ত খেলছেন ভিলিয়ার্স। ১২ ম্যাচ খেলে এখন পর্যন্ত রান করেছেন ৫৯৭।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১৭ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।