ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্টে কি সোহানই উইকেটরক্ষক?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
টেস্টে কি সোহানই উইকেটরক্ষক? ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

এম এ আজিজ স্টেডিয়াম থেকে: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন তরুণ নুরুল হাসান সোহান। দেশের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেললেও এখনও ওয়ানডে কিংবা সাদা পোশাকে নামা হয়নি তার।

অধিনায়ক মুশফিকের রহমানের পাশাপাশি দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে ঢুকেছেন সোহান।
 
শেষের দিকে টেস্টে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে দেখা যায়নি মুশফিককে। লিটন দাশ সে দায়িত্ব পালন করতেন। তবে এবারের দলে লিটনের জায়গা না হওয়ায় মূল একাদশে ঢোকার সুযোগ এসেছে সোহানের সামনে।
 
এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও প্রধান কোচ হাতুরুসিংহের কাছে জানতে চাইলে তাদের অভিমত, বর্তামানে দেশের অন্যতম প্রতিশ্রুতিশীল উইকেটরক্ষক-ব্যাটসম্যান সোহান। মুশফিকের পাশাপাশি দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে তাকে দলে রাখা হয়েছে।
 
টেস্টে কি তাহলে মুশফিক কিপিং করবেন না? এমন প্রশ্নের জবাবে কূটনৈতিক জবাব দিলেন প্রধান নির্বাচক। শুধু বললেন দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে তাকে দলে রাখা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোরর ১৬, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।