ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিকদের ধারণা দেবেন মজিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
মুশফিকদের ধারণা দেবেন মজিদ ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এম এ আজিজ স্টেডিয়াম থেকে: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সুযোগ পেয়েই দুর্দান্ত সেঞ্চুরি করলেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ আবদুল মজিদ। বলতে গেলে শক্তিশালী ইংল্যান্ডের বোলিং অ্যাটাককে পাত্তাই দেননি তিনি।

এই বোলিংয়ের বিপক্ষে ৯৫ বলে ১০৬ করা তো কম চাট্টিখানি কথা নয়।

তবে তার এই সেঞ্চুরি ভবিষ্যতের জন্যই তোলা থাকলো, রোববার প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে জায়গা হয়নি তার।

এ নিয়ে আক্ষেপ নেই ময়মনসিংহের তরুণের। আসলে মজিদের পজিশনটাই তার মূল প্রতিপক্ষ। তামিম ও ইমরুলের মতো জমাট ওপেনিং জুটি থাকার পর অন্য কেউ টেস্টে ওই পজিশনে খেলবে আপাত ভাবাই যায় না।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকের সেরা পারফরমার আব্দুল মজিদ বলে গেলেন নানা কথা।

ইংল্যান্ডের বোলিং সম্পর্কে মজিদ বলেন, ‘তারা একটা জায়গায় বল করে গেছে। আমি বলের মেরিট অনুযায়ী খেলতে চেষ্টা করেছি। বাজে বল পেলেই বড় শট খেলেছি। আসলে আজ খেলে মনে হলো তাদের প্ল্যানটাই এমন-একটা জায়গায় টানা বল করে যাওয়া। ’

দিনের পর দিন এত ভালো পারফর্ম করে যাওয়ার পরেও মূল দলের জন্য বিবেচিত না হওয়া-খারাপ লাগে না এমন প্রশ্নে মজিদের জবাব, ‘আমার কাজ আমি করে যাচ্ছি। নির্বাচক প্যানেল যদি মনে করে আমি যোগ্য তাহলে আমাকে বিবেচনা করবে। এসব নিয়ে আমি ভাবছি না। ’

মুশফিকদের জন্য কি ম্যাসেজ থাকবে-এমন প্রশ্নে মজিদ বলেন, ওরা (ইংল্যান্ড) যে প্ল্যান অনুযায়ী বোলিং করে তা আমি মুশফিকদের বলার চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোরর ১৬, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।